www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 19, 2025 5:57 am

ভারতের বিভিন্ন প্রান্তে শুক্রবার পালিত হলো হোলি উৎসব। কিন্তু ভারতের এমন এক শহর আছে যেখানে হোলিকে শুধুই রাধা কৃষ্ণের লীলা হিসাবেই দেখা হয় না, দেখা হয় শিব পার্বতীর মিলন তিথি হিসাবে।

ভারতের বিভিন্ন প্রান্তে শুক্রবার পালিত হলো হোলি উৎসব। কিন্তু ভারতের এমন এক শহর আছে যেখানে হোলিকে শুধুই রাধা কৃষ্ণের লীলা হিসাবেই দেখা হয় না, দেখা হয় শিব পার্বতীর মিলন তিথি হিসাবে। সেটা হল বেনারস। ভারতের সবচেয়ে পুরনো শহরগুলির তালিকায় একদম উপরের দিকে রয়েছে কাশীর নাম। চিতার পোড়া ছাই দিয়ে সাধু-সন্ন্যাসীরা হোলি খেলেন এখানে। প্রধান হোলির পাঁচদিন আগে একাদশী তিথিতে শুরু হয়ে যায় বিশেষ হোলি। কাশীর মানুষের কাছে এই হোলির পোশাকি নাম ‘রংভরী হোলি’। বিশ্বাস এই দিন মিলন হয় শিব-পার্বতীর। সাধু-সন্ন্যাসীদের সঙ্গে একই সাথে শোভাযাত্রায় অংশ নেন তাঁরা। এদিন হোলি খেলায় মেতে ওঠেন ভূত, প্রেতরাও।

ঠিক কত বছর আগে এই হোলি খেলা শুরু হয়েছিল তা সঠিক বলা যায় না। প্রায় হাজার হাজার বছরের পুরনো প্রচলিত প্রথা হিসাবে হোলি খেলা হয় এই সময়ে। দূরদুরান্ত থেকে ছুটে আসেন নাগা সাধু,অঘোরী, সন্ন্যাসীরা। রাস্তা জুড়ে শোভাযাত্রা বার করে ছাই দিয়ে হোলি খেলতে খেলতে এগিয়ে যান সকলে। কারও হাতে বিশাল ত্রিশূল, কারও হাতে ডমরু। গায়ে সকলের ছাই-ভস্মে ভর্তি। নেশায় টকটকে লাল চোখ। পরনে রক্ত বস্ত্র, কেউ কেউ আবার উলঙ্গ। কার গলায় মুণ্ডমালা। বেনারসের মণিকর্ণিকা আর হরিশচন্দ্র ঘাটে জড়ো হন সকলে। পাশে দাউ দাউ করে জ্বলছে চিতা। তারই মাঝে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ ছাই নিয়ে মত্ত হোলি খেলায়। ভাববেন না মাসান হোলি মানে স্রেফ চিতা ভস্ম। সঙ্গে মেশানো থাকে আবির, গোলাপের পাপড়িও। সঙ্গে চলে শিবের উপাসনা আর মন্ত্রোচ্চারণ। সেই অদ্ভুত দৃশ্য না দেখলে বিশ্বাস হয় না। এ যেন এক অদ্ভুত জগৎ। এই হোলি সকলের প্রিয় মাসান হোলি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *