www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 19, 2025 6:47 am

বৈদিক কাল থেকেই গাছের প্রতি যত্ন নেওয়ার কথা ভারতীয় ধর্মে বলা হয়েছে। গত কয়েক দশক ধরে ঘরে ইন্ডোর প্ল্যান্ট রাখছে মানুষ। এটা খুবই ভালো লক্ষণ।

বৈদিক কাল থেকেই গাছের প্রতি যত্ন নেওয়ার কথা ভারতীয় ধর্মে বলা হয়েছে। গত কয়েক দশক ধরে ঘরে ইন্ডোর প্ল্যান্ট রাখছে মানুষ। এটা খুবই ভালো লক্ষণ। তবে বাড়ির কোথায় কোন গাছে রাখবেন তা বস্তুর পরামর্শ অনুযায়ী রাখুন। এতে আপনার ভাগ্য ফিরে যাবে। বাস্তু শাস্ত্র বলছে শুধু সেই সব গাছ লাগালেই হল না কিন্তু। কোথায় বসাচ্ছেন, কোন দিকে রাখছেন তাও গুরুত্বপূর্ণ। সঠিক স্থানে সঠিক গাছ না থাকলে হতে পারে ঘোর বিপত্তি।

  • তুলসী গাছ – হিন্দু ধর্মে তুলসী গাছ পূজনীয় মনে করা হয়। তবে তুলসী গাছ ভুলেও দক্ষিণ দিকে লাগাবেন না। কারণ এ দিকে তুলসী গাছ লাগানোকে অশুভ মনে করা হয়। এর প্রভাবে আর্থিক অনটন দেখা দেয়। দক্ষিণ দিককে পিতৃপুরুষদের দিক বলা হয়। তাই দক্ষিণ দিকে তুলসী গাছ লাগাতে নেই।
  • শমি গাছ – বাস্তু শাস্ত্র অনুযায়ী দক্ষিণ দিকে শমি গাছ লাগানো উচিত নয়। এর ফলে বাস্তু দোষ উৎপন্ন হয়। পূর্ব বা ঈশান কোণে শমি গাছ লাগালে বাস্তু দোষ দূর হয়। শমি গাছ শনির সঙ্গে সম্পর্কযুক্ত। তাই এই গাছ লাগলে শনি প্রসন্ন হন।
  • মানি প্ল্যান্ট – অধিকাংশ বাড়িতেই মানি প্লান্ট থাকে। জল বা মাটি দুই জায়গাতেই মানি প্লান্ট লাগানো যায়। রক্ষণাবেক্ষণেও অধিক পরিশ্রম করতে হয় না। এই গাছ অর্থের সঙ্গে সম্পর্কযুক্ত। এই গাছ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির সদস্যদের উন্নতি হয়। তবে ভুল দিকে মানি প্লান্ট লাগালে পরিবারের আর্থিক পরিস্থিতির ওপর কুপ্রভাব পড়ে। বাস্তু মতে, দক্ষিণ দিকে ভুলেও মানি প্লান্ট লাগাবেন না।
  • কলা গাছ – হিন্দু ধর্মে কলা গাছের পুজো করা হয়। কলা গাছ বিষ্ণুর অতিপ্রিয়। বৃহস্পতিবার কলা গাছের পুজো করলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। বাস্তু অনুযায়ী দক্ষিণ বা পশ্চিম দিকে কলা গাছ রাখা শুভ নয়। ঈশান কোণ অর্থাৎ উত্তর-পূর্ব দিকে কলা গাছ রাখা সর্বাধিক শুভ। এর প্রভাবে বাস্তু দোষ সমাপ্ত হয় ও লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়।
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *