আসল কথা AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা। সেই AI এর সাহায্যে এমন সব সৃষ্টি হচ্ছে, যা দেখে মানুষ সত্যি বিস্মিত। ২০২৪ সালের বিস্ময় সৃষ্টি হল কৃত্রিম বুদ্ধিমত্তার কারিকুরিতে। যেখানে ক্রিসমাস ও নিউইয়ার্স মুডে দেখা যাচ্ছে বিশ্বের তাবড় বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্ব থেকে কার্টুন চরিত্রকেও। ক্রিসমাস পালন করতে দেখা গিয়েছে, ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের সঙ্গে কিংবদন্তি মার্কিন অভিনেত্রী মেরিলিন মনরোকে। লাল রঙের সোয়েটারের উপর ক্রিসমাস ট্রি কাজ করা পোশাক পরে দুজনে গান গাইছেন, এমনই এআই ভিডিও প্রকাশ হয়েছে। তাঁদের পরেই সামনে এসেছেন লাল-সবুজ সোয়েটার পরা প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালাম আজাদ ও সম্প্রতি প্রয়াত রতন টাটা। ফায়ার প্লেসের পাশে রাখা ক্রিসমাস ট্রিকে পিছনে দেখাও যাচ্ছে। দুজনে যেন খোশগল্প করছেন কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজিতে।AI এর এই সৃষ্টি দেখে অবাক বিশ্ববাসী।
এখানেই কিন্তু শেষ নয়, তাঁদের পরেই পর্দায় দেখা মিলবে বিশ্ব চলচ্চিত্রের প্রবাদপ্রতিম পুরুষ চার্লি চ্যাপলিন। তাঁর সঙ্গে হাসিখুশি গল্পে মজেছেন মিস্টার বিন। চুল-দাড়ি-গোঁফহীন সান্তার বেশে চার্লির সঙ্গে বসে আড্ডা মারছেন রঙচঙে সোয়েটার পরা মিস্টার বিন। তাঁদের পরেই সামনে আসবেন ডঃ স্টিফেন হকিং এবং মার্ক জুখেরবার্গ। দুজনেরই পাশাপাশি হাসিমুখে রঙচঙে উৎসবের সোয়াটার গায়ে। প্রয়াত বাবা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে বিরোধী দলনেতা পুত্র রাহুল গান্ধী ক্রিসমাস শুভেচ্ছা দেওয়ার ভঙ্গিতে বসে হাসছেন। তাঁদের পিছনেও রয়েছে আলো জ্বলা একটি ক্রিসমাস ট্রি। AI এর সাহায্যে সৃষ্টি হওয়া এই ছবিগুলো সত্যি সৃষ্টির বিস্ময়!