www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 19, 2025 6:56 pm

ভারতীয় বাস্তুশাস্ত্র মৃত জনদের ছবি ঘরে রাখা নিয়ে কিছু পরামর্শ দিয়েছে। বাস্তু মতে মনীষীদের ছবি যেমন বিবেকানন্দ, নেতাজি, রবীন্দ্রনাথ - এদের ছবি নিশ্চই আপনি ঘরে রাখতে পারেন।

ভারতীয় বাস্তুশাস্ত্র মৃত জনদের ছবি ঘরে রাখা নিয়ে কিছু পরামর্শ দিয়েছে। বাস্তু মতে মনীষীদের ছবি যেমন বিবেকানন্দ, নেতাজি, রবীন্দ্রনাথ – এদের ছবি নিশ্চই আপনি ঘরে রাখতে পারেন। কিন্তু আপনার সঙ্গে রক্তের সম্পর্ক আছে এমন মৃত ব্যক্তিদের ছবি যদি আপনি ঘরে রাখেন তাহলে কিছু নিয়ম মেনে রাখতে হবে। তা নাহলে হিতে বিপরীত হতে পারে। বাস্তু শাস্ত্রের পরামর্শ –

১। এই রকম ছবি কখনও দেওয়ালে টাঙিয়ে রাখা যাবে না, এই ছবি রাখতে হবে ফটো স্ট্যান্ডে, অর্থাৎ যা টেবিলের ওপর বা যে কোনও জায়গায় রাখা যায়।
২। অনেক বাড়িতেই দেখা যায় যে গুরুজনদের ছবি ঠাকুর ঘরে ঠাকুরের সঙ্গে রাখা হয়েছে, এ রকম করা একেবারেই উচিত নয়।
৩। এই ছবি এমন জায়গায় রাখতে নেই যাতে সব সময় সেই ছবি মানুষের নজরে পরে, এতে ঘরে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায়।
৪। বাড়ির জীবিত অন্যান্য সদস্যদের ছবির সঙ্গে মৃত ব্যক্তির ছবি রাখা যাবে না, এতে জীবিত ব্যক্তির জীবনে নেমে আসবে নানা সঙ্কট এবং শাস্ত্র অনুসারে মনে করা হয় সেই জীবিত ব্যক্তির আয়ু কমতে থাকে।
৫। । পুর্বপুরুষদের ছবি কখনও দক্ষিণ বা পশ্চিম দিকে রাখতে নেই, এটা অশুভ মানা হয়। সব সময় উত্তর দিকে রাখতে হয় যাতে ছবির মুখ থাকে দক্ষিণ দিকে।
৬। এই ধরনের ছবি কখনও ডাইনিংরুম, বেডরুম বা রান্নাঘরে রাখতে নেই।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *