লক্ষ্মী সকলের বাড়িতে অবস্থান করেন। কিন্তু অহংকার, পাপ ও বাড়ি নোংরা থাকলে অনেক সময় বাড়ি ছেড়ে চলে যান লক্ষ্মী। তখন নিজেকে সংশোধন করে আবার লক্ষ্মীকে ঘরে আনতে হয়। কিন্তু তার আগের প্রশ্ন, লক্ষ্মী যে আপনার বাড়ি ত্যাগ করেছেন, তা কি করে বুঝবেন? এই ক্ষেত্রে কিছু নির্দেশিকা দিয়েছে ভারতীয় পুরান।
১) হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছকে শুভ বলে মনে করা হয়। স্বয়ং মা লক্ষ্মীর বাস এই গাছে। যদি বাড়িতে থাকা তুলসী গাছ হঠাত্ করে শুকিয়ে যায় তাহলে বুঝতে হবে দেবী রুষ্ট হয়েছেন।
২) অনেকেই বাড়িতে অর্থ ও পজিটিভ এনার্জি আকর্ষণ করার জন্য মানিপ্ল্যান্ট রাখেন। কোনও কারণ ছাড়াই যদি মানিপ্ল্যান্টের পাতা আচমকা শুকিয়ে যেতে থাকে, তবে তা মোটেই ভাল কথা নয়। তখন বুঝতে হবে যে মা লক্ষ্মী রুষ্ট হয়েছেন।
৩) হাত থেকে বারবার মাটিতে টাকা পড়ে গেলে, তা অশুভ লক্ষণ হিসেবে মনে করা হয়। এই ঘটনা ঘটলে তখনই টাকা তুলে কপালে ছুঁইয়ে নিয়ে মা লক্ষ্মীর কাছে ক্ষমা প্রার্থনা করুন। টাকা জায়গা মত রেখে দিন।
৪) যদি বারবার আপনি স্বপ্নে দেখেন যে আপনার বাড়িতে চুরি হয়ে গেছে, বা আপনার জামা প্যান্টের পকেট ফুটো হয়ে গেছে, তাহলে তা অশুভ লক্ষণ।
৫) যদি আপনার দরজায় কোনো ভিখারি এসে বার বার ডাকাডাকি করেই ফিরে যায়, তাহলে বুঝবে তাতে লক্ষ্মী অসন্তুষ্ট হয়েছেন।