হিন্দু শাস্ত্র বিশ্বাস করে কুবের স্বর্গের কোষাধ্যক্ষ। তার উপরেই নির্ভর করে মানুষের আর্থিক ভাগ্য। ভারতীয় ধর্ম বিশ্বাস করে
কুবেরের আশীর্বাদ যেমন পথের ভিখারিকে ধনী বানিয়ে দিতে পারে, তেমন আবার কুবেরের রোষে স্বয়ং রাজা ফকিরে পরিণত হতে পারেন। বাস্তুশাস্ত্র জানাচ্ছে যে কুবের রুষ্ট হলে আপনার জীবনে কয়েকটি ঘটনা ঘটবে। কিন্তু কি করে আপনি বুঝবেন যে আপনার উপর কুবারের রোষ পড়েছে?
১) ঘরে মাকড়সার জাল-
বাস্তুশাস্ত্র অনুসারে যেদি আপনার ঘরের দেওয়ালে বা কোণে মাকড়সার জাল হয়ে থাকে, তবে তা ধন কুবেরের রোষের লক্ষ্মণ। দ্রুত তা পরিষ্কার করুন।
২) আচমকা আর্থিক ক্ষতি –
আপনার যদি হঠাত্ করে আর্থিক ক্ষতি হয়, খরচ বেড়ে যেতে থাকে এবং আপনি আর্থিক সংকটের মুখে পড়েন, তবে তা নিশ্চিত ভাবে কুবেরের রোষের লক্ষ্মণ। সে ক্ষেত্রে কুবারের পুজো করুন।
৩) কাঁচ ভাঙা –
বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে কাঁচ ভাঙা অত্যন্ত অশুভ লক্ষ্মণ। যে বাড়িতে বারবার করে কাঁচ ও আয়না ভাঙতে থাকে, সেই বাড়িতে কুবেরের রোষে শিগগিরই কোনও বড় বিপদ ঘটতে চলেছে। কাঁচ ভেঙে গেল কুবেরকে প্রণাম করে সেই কাঁচ দ্রুত ঘর থেকে ফেলে দিন।
৪) প্রদীপ নিভে যাওয়া –
পুজোর সময় আচমকা প্রদীপ নিভে যাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এর অর্থ দেবতা আপনার উপর রুষ্ট হয়েছেন এবং আপনার পুজো তিনি গ্রহণ করছেন না। এমন হলে প্রদীপ দ্রুত জ্বালিয়ে কুবেরকে প্রণাম করুন।
৫) বেড়ালের কান্না –
অনেক সময় রাতের বেলা বাড়ির বাইরে বেড়ালের কান্না শোনা যায়। বেড়ালের কান্না অশুভ লক্ষণ বলে পরিচিত বিশ্বাস। আবার বেড়াল আপনার রাস্তা কাটাও অশুভ লক্ষ্মণ। দ্রুত সেই বিড়াল তাড়িয়ে দিয়ে কুবেরকে প্রণাম করুন।