হিন্দুধর্মে কালাষ্টমী উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন সকলেই কালভৈরবের পুজো করেন। চলতি বছর কবে পড়েছে কালাষ্টমী উৎসব? ভগবান শিবের উগ্র রূপই হল কালভৈরব। বিশ্বাস করা হয়, কালভৈরব ছিলেন ভগবান শিবের পঞ্চম অবতার। এই দিন ভগবান শিবের এই রূপেরই পুজো করলে জীবনে সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, কালাষ্টমী পুজোর দিন আপনি যদি উপোস করে ভগবান শিবের এই রূপের পুজো করেন, তাহলে আপনার জীবনে সফলতা নিশ্চিত।
- কালষ্টমী উৎসব পড়েছে ২১ এপ্রিল। অষ্টমী তিথি শুরু হচ্ছে ২০ এপ্রিল সন্ধে ৭ টা ০১ মিনিট থেকে ২১ এপ্রিল সন্ধে ৬টা ৫৮ মিনিট পর্যন্ত এই পুজো চলবে। এই বিশেষ দিনে ব্রাহ্ম মুতে ঘুম থেকে উঠবেন। ভোর ৪ টে ৪৮ থেকে ৫ টা ৩৫ মিনিটের মধ্যে ঘুম থেকে উঠলে খুব ভালো।
তারপর ২ টো ৩০ থেকে ৩টে ১৯ পর্যন্ত থাকছে বিজয় মুহূর্ত। গোধূলি মুহূর্ত থাকছে সন্ধ্যা ৬ টা ৩২ মিনিট থেকে ৬টা ৫৬ মিনিট। নিশীথ কাল থাকছে দুপুর ১২ টা ৪ মিনিট থেকে ১২ টা ৫১ মিনিট পর্যন্ত। এই সময় যদি কালভৈরবের পুজো করেন তাহলে আপনার জীবনে সফলতা আসবে। - দারিদ্র ব্যক্তিদের দান করুন
এই দিনে ভগবান শিবের বিশেষ পুজো করা হয়। তাই কালভৈরবের মন্ত্র ১০৮ বার জপ করবেন। অবশ্যই এদিন আপনি কিন্তু দারিদ্র ব্যক্তিদের যদি পারেন দান করবেন। এতে কালভৈরবের বিশেষ কৃপা পাবেন। - কালো কুকুরকে খাওয়ান
এই বিশেষ দিনে সরিষার তেলের প্রদীপ জ্বালাবেন। বাড়ির উত্তর, পূর্বকোণে একটি প্রদীপ জ্বালান। যদি পারেন কালো কুকুরকে খাবেন। কারণ কালভৈরবের বাহন কালো কুকুর। - চাকরি থেকে ব্যবসার বাধা কাটাতে কী করবেন যদি আপনি এদিন চাকরি থেকে ব্যবসায় সমস্ত বাধা কাটিয়ে উঠতে চান, তাহলে এদিন কালভৈরবের মন্দিরে গিয়ে লেবু ও লঙ্কা দান করুন। তারপর আরেকটা লেবু লঙ্কায় আপনি আপনার অফিস কিংবা দোকানের দরজায় ঝুলিয়ে দিন। এতে জীবনের সমস্ত বাধা আপনার কেটে যাবে । বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে।