www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 19, 2025 7:08 pm

মোটামুটিভাবে আজকেই শেষ হতে চলেছে এ বছরের বাঙালির পুজো পর্ব। আজ জগদ্ধাত্রী পুজোর নবমী। কৃষ্ণনগর ও চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর খ্যাতি বিশ্বজুরে।

মোটামুটিভাবে আজকেই শেষ হতে চলেছে এ বছরের বাঙালির পুজো পর্ব। আজ জগদ্ধাত্রী পুজোর নবমী। কৃষ্ণনগর ও চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর খ্যাতি বিশ্বজুরে। এই পুজোতেও ষষ্ঠী থেকে দশমী তিথি অবধি মা জগদ্ধাত্রীর পুজো করা হয়। আজ জগদ্ধাত্রী পুজোর নবমী তিথি। এই নবমী তিথি শুরু হয়েছে গতকাল ৯ নভেম্বর রাত্রি ১০ টা ৪৫ মিনিট থেকে, এই তিথি শেষ হবে আজ ১০ নভেম্বর রাত ৯ টা ০১ মিনিটে।কৃষ্ণনগরে বুড়িমার পুজো বিখ্যাত। এখানে নবমী পুজো শুরু হবে দুপুর ০১ টা ৩০ মিনিটে এবং দুপুর ৩ টে ৩০ মিনিটে হবে নবমীর অঞ্জলি। এখানে বলিদান প্রথা রয়েছে। বলিদান পর্বের পরেই শুরু হবে নবমীর অঞ্জলি। তারপরে হবে সন্ধ্যা আরতি। আজ রবিবার ১০ নভেম্বর সন্ধ্যা ৬ টা নাগাদ হবে এই সন্ধ্যা আরতি।

এই বুড়িমার পুজো নিয়ে ভক্তদের মধ্যে উদ্দীপ্তনার শেষ নেই। আগামিকাল দশমী সোমবার ১১ নভেম্বর সকাল ৮ টা ৩৬ মিনিটে হবে দশমীর পুজো শুরু এবং দুপুর ৩ টে ২৮ মিনিট থেকে বুড়িমা নিরঞ্জন এর ব্যবস্থা শুরু হবে। জ্যোতিষ মতে মাকে আজ পুজোর দিনে লাল বা হলুদ বস্ত্র অর্পণ করুন। আজ নবমীর দিন নিরামিষ খাওয়ার চেষ্টা করুন। আজ জগদ্ধাত্রী পুজোর নবমীর সঙ্গে সঙ্গে আমলা নবমী। তাই আমলকী গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালান ও আমলকী গাছকে চন্দন ফুল সিঁদুর দিয়ে পুজো দিয়ে গাছের নিচে সাধ্যমতো নৈবেদ্য নিবেদন করে আমলকী গাছকে পুজো করুন ও সাতবার গাছটিকে প্রদক্ষিণ করে নিজের মনের কামনা জানান।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *