www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 20, 2025 7:34 am

এতদিন পর্যন্ত আমরা জানতাম যে বিশ্বের বৃহত্তম বটগাছ হলো হাওড়া বোটানিক্যাল গার্ডেনের প্রাচীন বটগাছটি। কিন্তু সম্প্রতি সেই তকমার কেড়ে নিয়েছে অন্ধ্র প্রদেশের একটি বটগাছ।

এতদিন পর্যন্ত আমরা জানতাম যে বিশ্বের বৃহত্তম বটগাছ হলো হাওড়া বোটানিক্যাল গার্ডেনের প্রাচীন বটগাছটি। কিন্তু সম্প্রতি সেই তকমার কেড়ে নিয়েছে অন্ধ্র প্রদেশের একটি বটগাছ। এবার সেরা শিরোপা উদ্ধারে জোরদার প্রস্তুতি নিয়েছে আচার্য জগদীশচন্দ্র বসু উদ্ভিদ উদ্যান কর্তৃপক্ষ। গ্রেট বেনিয়ান ট্রি, বলতে হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে অবস্থিত বটবৃক্ষের কথাই জানেন মানুষ। তবে সম্প্রতিক একটি রিপোর্টে জানা গেছে, বিশ্বের বৃহৎ বটবৃক্ষের তকমা হারিয়েছে এই বটগাছ। বর্তমানে এই শিরোপা দখল করেছে অন্ধ্রপ্রদেশের একটি বটগাছ। যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোরচর্চা। স্বাভাবিকভাবে এই খবরে মন খারাপ হাওরা কলকাতা তথা বাংলাবাসীর। এই গাছটাকে কেন্দ্রে করে বেঁচে আছে অজস্র প্রাণী, পাখি, কীট, পতংগ।

আচার্য জগদীশ চন্দ্র বসু উদ্যানের (বি গার্ডেন) মহান বটবৃক্ষ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস থেকে তার মুকুট হারিয়েছে। জানা গিয়েছে, অন্ধ্রের ওই বটগাছ আয়তনের দিক থেকে পিছনে ফেলেছে এই বটগাছকে। যদিও তার সত্যতা যাচাই করতে হাওড়া বোটানিক্যাল গার্ডেন অর্থাৎ আচার্য জগদীশচন্দ্র বসু উদ্ভিদ উদ্যান কর্তৃপক্ষের একটি দল অন্ধপ্রদেশ পাড়ি দিচ্ছেন। অন্ধপ্রদেশের জঙ্গলে অবস্থিত বিশাল আকারের ওই বটগাছের পরীক্ষা নিরীক্ষা হবে। ১৯৮৪ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয় গ্রেট বটবৃক্ষ। দীর্ঘদিন বৃহৎ বটগাছের তকমা দখল করেছিল হাওড়ার এই বিশাল বটগাছ। সম্প্রতি একটি রিপোর্টে জানা যায়, বিশ্ব বিখ্যাত বটগাছের তকমা ছিনিয়ে অন্ধপ্রদেশের একটি বটগাছ। ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের অনন্তপুর জেলার থিন্নাম্মাপুরে অবস্থিত একটি দৈত্যাকার বটগাছ বিশ্বের বৃহৎ বটগাছের তকমা পেয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *