আজ শেষ হচ্ছে মহাকুম্ভর শাহীস্নান। আর ধর্ম প্রাণ লাখ লাখ মানুষ নেমে পরেছেন শাহীস্নানে। আজ বুধবারই শেষ শাহি স্নান। ফলে সে রাজ্য তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা সকাল থেকে ভিড় জমিয়েছেন মহাকুম্ভে। এমনকী বিদেশ থেকেও বহু মানুষ প্রয়াগরাজে শাহি স্নান সারতে ভিড় জমিয়েছেন। মনে করা আজ মহাকুম্ভে (Maha Kumbh 2025) কয়েক লাখ মানুষ স্নান সারবেন। আর সেদিকে তাকিয়ে কড়া নিরাপত্তার মোড়কে সম্পূর্ণ প্রয়াগরাজ। খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। সেখানে বসে আছেন স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
একদিন বা দুদিন নয়, টানা ৪৫ দিন ধরে চলেছে মহাকুম্ভ। আজ মহাকুম্ভ মেলার ষষ্ঠ ও শেষ স্নান। ফলে শেষ সুযোগ নিতে বিপুল মানুষের সমাগম। ভোররাত থেকে শুরু হয়েছে শাহি স্নান। প্রশাসনের দাবি, সকাল ৯টা পর্যন্ত ৫৫ লাখ মানুষ সঙ্গমের বিভিন্ন ঘাটে স্নান সেরেছেন। তবে সংখ্যাটা প্রতি সময় বাড়ছে বলেই দাবি। অন্যদিকে ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মহাকুম্ভে এখনও পর্যন্ত ৬৫ কোটি মানুষ স্নান সেরেছেন বলে দাবি প্রশাসনের। যা নয়া রেকর্ড বলছেন আধিকারিকরা। গত একমাসেরও বেশি সময় ধরে চলা মহাকুম্ভে ঘিরে একাধিক ঘটনা ঘটেছে। পদপিষ্টে মৃত্যু হয়েছে ৩০ জনের। এই অবস্থায় শেষে শাহি স্নানকে ঘিরে যাতে কোনও অঘটন না ঘটে সেজন্য কড়া নজর রাখছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গোরক্ষনাথ মন্দিরে তৈরি হয়েছে বিশেষ কন্ট্রোল রুম।