www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 27, 2025 11:07 pm

বিশ্বের বিভিন্ন প্রান্তে আছে বিভিন্ন প্রথা। কিন্তু নরওয়ের এই প্রথাটি বেশ অভিনব।

বিশ্বের বিভিন্ন প্রান্তে আছে বিভিন্ন প্রথা। কিন্তু নরওয়ের এই প্রথাটি বেশ অভিনব। ম্যাচসেরার পুরস্কার হিসেবে এক ফুটবলারকে তুলে দেওয়া হয়েছে আস্ত একটা মেষশাবক। তবে, এতে অকারণে হইচই করার মতো কোনও ব্যাপার নেই। এটাই নাকি নরওয়ের ফুটবল ক্লাব ব্রাইন এফকে’র ঐতিহ্য। এই তো গত মাসেই চার ট্রে ডিম পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল ক্লাবটির পক্ষ থেকে। এখানেই শেষ নয়। এপ্রিলের শুরুতে দেওয়া হয় কয়েক কার্টন দুধ। আর এবার দুধসাদা মেষশাবককে ‘উপহার’ হিসেবে তুলে দেওয়া হয়েছে অ্যাক্সেল ক্রাইগারকে।

২৭ বছর বয়সি এই তরুণ ফুটবলার এমন পুরস্কার হাতে পেয়ে একেবারে খুশিতে ডগমগ। অ্যাক্সেল মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার। নরওয়ের শীর্ষ লিগ এলিটসেরিয়েনের ম্যাচ। ওই ম্যাচে হেগসুন্দকে ৩-১ গোলে উড়িয়ে দেয় ব্রাইন। শুরুতেই পেনাল্টি থেকে গোল করে ব্রাইনকে এগিয়ে দেন ক্রাইগার। গোটা ম্যাচে তাঁর দুর্দান্ত ফুটবল তারিফ কুড়িয়েছে। আর তাই ঐতিহ্যের অঙ্গ হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয় ফুটফুটে একটা মেষশাবক।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *