একেই বলে মিরাকেল। ১৪ তলা থেকে পরেও দিব্যি অক্ষত আছে ২ বছরের বালক। অবাক হচ্ছেন নিশ্চই। কিন্তু ঘটনাটা সত্য। ঘটনাটি মহারাষ্ট্রের থানের দেবিচাপাড়া এলাকার। শিশুটিকে পড়তে দেখে ছুটে যান এক যুবক। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে, যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। পাশাপাশি যুবককে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তাঁরা। কী দেখা গিয়েছে ভিডিওতে? ঘটনাটা হলো, একটি বহুতলের ১৪ তলার বারান্দায় খেলছিল শিশুটি। আচমকা গ্রিলের ফাঁক গলে পড়ে যায় সে। সেই সময় নিচে রাস্তা দিয়ে যাচ্ছিলেন যুবক ভবেশ মাত্রে। ভিডিওতে দেখা গিয়েছে, হঠাৎই তীব্র গতিতে ছুটছেন ভবেশ। তিনি লুফে নেওয়ার চেষ্টা করেন শিশুটিকে। তা সম্ভব না হলেও, শেষতক মাটিতে পড়লেও বড়সড় আঘাত পায়নি দু’বছরের শিশু। একমাত্র দৃশ্য সকলেই চমকে উঠেছে।
কেউ বলছেন ভগবানের অশেষ আশীর্বাদ আবার কেউ বলছেন মিরাকেল। পাশাপাশি যুবককে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সকলে। ভবেশ জানান, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। শিশুটিকে পড়ে যেতে দেখে দুবার ভাবেননি। দ্রুত ছুটে যান। ভবেশ বলেন, “সাহস আর মানবিকতার চেয়ে বড় ধর্ম হয় না।” ধন্য ভেবেশ!!