ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনের অনেক অংশই মানুষের কাছে অস্পষ্ট। কারণ তিনি কখনোই নিজের কথা বলেন না। তবে নিজের জীবনে সংঘের প্রভাব কখনই অস্বীকার করেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তাঁরও আগে মোদির জীবনের পথপ্রদর্শক ছিলেন স্বামী বিবেকানন্দ। রবিবার মার্কিন পডকাস্টার ‘লেক্স ফ্রিডমান’কে দেওয়া সাক্ষাৎকারে সে অতীত তুলে ধরলেন নরেন্দ্র মোদি। পাশাপাশি ২০০২ সালে গুজরাটের প্রধানমন্ত্রী থাকাকালীন ভয়াবহ গোধরা দাঙ্গা নিয়েও মুখ খুললেন তিনি।
পাশাপাশি আরএসএস প্রসঙ্গে বলেন, “স্বামীজি যেমন আমার জীবন গড়ে দিয়েছেন অন্যদিকে জীবনের উদ্দেশ্য আমাকে দিয়েছে সংঘ। আরএসএস-এর মতো মহান সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারা আমার জীবনের সৌভাগ্য। এখানে আমি শিখেছি নিঃস্বার্থ সেবার মূল্য কী?”
একইসঙ্গে সংঘের শ্রমিক সংগঠন ও আরএসএসের শ্রমিক সংগঠনের ফারাক ব্যাখ্যা করে মোদি বলেন, “বাম শ্রমিক সংগঠনের নীতি হল দুনিয়ার শ্রমিক এক হও, অন্যদিকে সংঘের শ্রমিক সংগঠন বলে, ‘শ্রমিকরা গোটা বিশ্বকে এক করো’। যা রাষ্ট্রের সেবাকে সবার আগে রাখে।”