www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 19, 2025 6:50 pm

ষোড়শ শতকে ফ্রান্সের গণৎকার তথা চিকিৎসক ছিলেন তিনি৷ তাঁর কিছু ভবিষ্যতবানী অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিলো।

ষোড়শ শতকে ফ্রান্সের গণৎকার তথা চিকিৎসক ছিলেন তিনি৷ তাঁর কিছু ভবিষ্যতবানী অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিলো। তাঁর এমন কিছু ভবিষ্যত বাণী আছে ২০২৫ সাল সম্পর্কে যা মানুষকে আবার ভাবিয়ে তুলছে। শেষের মুখে ২০২৪৷ আসছে ২০২৫৷ নতুন বছরের দোড়াগোড়ায় আরও একবার উঠে এল নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী৷ ফ্রান্সের নস্ত্রদাম শহরের বাসিন্দা ছিলেন এই গণৎকার মিশেল৷ শহরের নামের সঙ্গে মিশিয়ে তাঁর নাম মিশেল দ্য নস্ত্রদাম৷ অর্থাৎ নস্ত্রদাম শহরের মিশেল। সেই থেকে তাঁর নাম নস্ত্রাদামুস৷ ১৫৫৫ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তাঁর লেখা ‘লে প্রোফেতি’ বা ‘দ্য প্রোফেসিজ’৷ এই বইয়ে ৯৪২ টি পদ্যে আধুনিক পৃথিবীর অনেক কিছুই ভবিষ্যদ্বাণী করা হয়েছে বলে ভক্তদের বিশ্বাস৷

২০২৪ সালের জন্য করা নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীতে ছিল ভয়াবহ যুদ্ধের কথা৷ মনে করা হয় এটাই ছিল ২০২২ সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধ৷ ২০২৫-এ এই যুদ্ধ বন্ধ হতে পারে বলে মনে করা হচ্ছে তাঁর ভবিষ্যদ্বাণী থেকে। নস্ত্রাদামুস ভবিষ্যদ্বাণী করেছেন যে নতুন বছর ইংল্যান্ডের ভাল যাবে না৷ ফিরে আসতে পারে “প্রাচীন প্লেগ”-এর মড়ক৷ এই প্রাদুর্ভাব শত্রুদের চেয়েও খারাপ হবে। যেহেতু তার COVID-19 মহামারির ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে, বিশেষজ্ঞরা প্লেগের সতর্কতাকেও গুরুত্ব দিচ্ছেন৷ নস্ত্রাদামুস ভবিষ্যদ্বাণী করেছেন যে ২০২৫ সালে পৃথিবীর সঙ্গে একটি বিশাল গ্রহাণুর সংঘর্ষ বা গ্রহের বিপজ্জনক সান্নিধ্যে আসতে পারে। গ্রহাণুগুলি গ্রহের কাছাকাছি আসা একটি নতুন ঘটনা নয়। প্রতি বছর কয়েকশো গ্রহাণু পৃথিবীকে অতিক্রম করে এবং তাদের বেশিরভাগই নিরাপদ দূরত্ব বজায় রাখে। বন্যা,আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, জলবায়ুর পরিবর্তনে তছনছ হতে পারে ব্রাজিল৷ লাতিন আমেরিকার এই দেশকে নস্ত্রাদামুস বলেছেন ‘বিশ্বের উদ্যান’ হিসেবে৷ স্বাভাবিক কারণেই শঙ্কিত বিশ্বের অনেক নাগরিক। এখন আমাদের তাকিয়ে থাকতে হবে ভিবিষ্যতের দিকে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *