দেশ জুড়ে ২৫ হাজার কিলোমিটার দুই লেনের জাতীয় সড়ককে চার লেনের করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়ী। বৃহস্পতিবার লোকসভায় তিনি জানান, এই কাজে ১০ লক্ষ কোটি টাকা খরচ করা হবে। এর সঙ্গেই আরও ছ’লক্ষ কোটি টাকা খরচ করে ১৬ হাজার কিলোমিটার চার লেনের জাতীয় সড়ককে ছ’লেনের করা হবে। এর ফলে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য ভাবে কমবে বলেও দাবি করেন তিনি। মন্ত্রী বলেন, “প্রকল্পগুলির ডিপিআর তৈরি করা হচ্ছে। দু’বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলেও আমরা আশাবাদী।”