বাস্তুশাস্ত্র মতে বাস্তু দোষ মানুষের জীবনে ভয়ঙ্কর প্রভাব নিয়ে আসে – তা বাড়িতে হোক বা অফিসে। অফিসের ডেস্কে এমন অনেক জিনিস আছে সেগুলি যদি রাখেন তাহলে আপনার জীবনে নানান সমস্যা আসবে। যেমন অফিসের ডেস্কে এই জিনিসগুলি রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে অফিসের ডেস্কে কোন কোন জিনিস রাখা উচিত নয়, জানুন।
- তুলসী গাছ
বাস্তুশাস্ত্রে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। তুলসী গাছকে শুভ গাছের মধ্যে ধরা হয়। কিন্তু অফিসে ডেস্কে তুলসী গাছ রাখা একদমই উচিত নয়। যেহেতু অফিসের ডেস্কে খাবার,দাবার সবকিছু থাকে। সেই ক্ষেত্রে অফিসের ডেস্কে তুলসী গাছ রাখতে পারেন। মা লক্ষ্মী রেগে যাবেন। এমনকি আর্থিক সঙ্কট দেখা যাবে। এমনকি অর্থহানি পর্যন্ত হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি। - বাঁশ গাছ
বাঁশ গাছ হচ্ছে অত্যন্ত শুভ । এই গাছটা হচ্ছে সুখ, সমৃদ্ধির প্রতীক। যেখানে বাঁশ গাছ আলোয় থাকে। সেখানে সুখ-সমৃদ্ধি বাড়তে থাকে। তবে মানসিক শান্তিতে ব্যাঘাত করতে পারে। এমনকি এমনকি টেবিলেও রাখা শুভ নয়। এতে আপনার জীবনে নানান সমস্যা আসবে। এমনকি আপনার আর্থিক সঙ্কটে পড়তে পারে। চাকরিতে পদোন্নতি কখনোই হবে না। - অ্যালোভেরা গাছ
অ্যালোভেরা গাছ অত্যন্ত শুভ। তবে অফিসের ডেস্কে অ্যালোভেরা গাছ রাখবেন না। এতে অশুভ প্রভাব পড়বে আপনার ওপর। এমনকি চাকরিক্ষেত্রে নানান সমস্যা আসবে। অ্যালোভেরা গাছ সর্বদাই বাড়িতে রাখতে হয়, যেখানে সূর্যের আলো প্রবেশ করে, সেখানে অ্যালোভেরা গাছ রাখা উচিত। এতে আপনার অর্থহানি হতে পারে , অফিসে কর্মচারীদের সঙ্গে সমস্যা হতে পারে। তাই অ্যালোভেরা গাছ নিজের ডেস্ক রাখা এড়িয়ে চলুন।
- কাঁটাযুক্ত গাছ
কোনও কাঁটা যুক্ত গাছ যেমন ক্যাকটাস গাছ কিন্তু কখনোই অফিসের ডেস্কে রাখবেন না। এতে আপনার কাজের উপর নেতিবাচক প্রভাব পড়বে। জীবনে নানান সমস্যা আসবে, তাই আগেই সাবধান হোন আপনি।