সাধারণভাবে মহাভারতে অর্জুনকে অপরাজেয় বলা হয়। তিনি নাকি কখনো যুদ্ধে পরাজিত হননি। মহাভারতে সবথেকে বড় যুদ্ধ হল কুরুক্ষেত্রের যুদ্ধ। ১৮ দিন চলা সেই যুদ্ধে মাত্র একজনই অপরাজিত ছিলেন। অন্য সব যোদ্ধারাই একবার না একবার পরাজিত হয়েছেন। আর অপরাজিত সেই যোদ্ধা হলেন অর্জুন। অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে পরাজিত হননি। মহাভারতের মহারথীদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিলেন ভীষ্ম, দ্রোনাচার্য, কর্ণ, অর্জুন। পাঞ্চাল যুদ্ধে কর্ণ পরাজিত হয়ে ফিরেছিলেন পাঞ্চালরাজের কাছে। কিন্তু সেই যুদ্ধেই পাঞ্চাল রাজকে পারজিত করে গুরু দ্রোনাচার্যের অপমানের প্রতিশোধ নেয় অর্জুন। তবু তিনি অপরাজেয় নন।
প্রকৃতির নিয়মে বিশ্বে কেউ কখনো অপরাজেও থাকে না। তাহলে এই পৃথিবী রসাতলে চলে যেত। তাই অর্জুনও অপরাজিত নয়। তবে অর্জুন কি মহাভারতের (mahabharat) পুরো পর্বেই অপরাজিত ছিলেন? না, তাঁকেও হার মানতে হয়েছিল একবার।
কুরুক্ষেত্রে (kurukhetra) জয়লাভের পর অর্জুন (Arjun) যখন অশ্বমেধ ঘোড়া নিয়ে ভারত জয়ে বেরিয়েছেন, তখন পুত্র বব্রুবাহনের কাছে তাঁকে হার মানতে হয়। ভীষ্মকে শরশয্যা শায়িত করার পর রুষ্ট গঙ্গা অর্জুনকে বধের জন্য মন্ত্রপুতঃ তির দিয়েছিলেন বব্রুবাহনকে। যুদ্ধে যখন বব্রুবাহন বারবার পরাজিত হচ্ছেন, তখন সেই শর প্রয়োগে ধরাশায়ী করেছিলেন অর্জুনকে।
যদিও এ ছাড়াও পাণ্ডবেরা যখন স্বর্গ যাত্রা করেন তখনো একবার ডাকারদের হাতে পরাজয় স্বীকার করতে হয়েছিল অর্জুনকে। সেই সময় তিনি গান্ডিব তোলার সুযোগ পান নি। তবে সব শেষে তারা স্বর্গযাত্রা করেছিলেন।