www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 20, 2025 4:23 pm

এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী সাগরদ্বীপে। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিজের চোখে দেখতে তিনি গেছেন গঙ্গাসাগরে।

এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী সাগরদ্বীপে। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিজের চোখে দেখতে তিনি গেছেন গঙ্গাসাগরে। সেখান থেকেই বক্তব্য রাখতে গিয়ে তিনি টেনে আনেন বাঘিনী জিনাত প্রসঙ্গ। বাঘিনি জিনাত কার্যত ঘুম উড়িয়ে দিয়েছিল বন দফতরের। দীর্ঘ প্রচেষ্টার পর কোনও ক্ষতি না করেই বাঘিনিকে উদ্ধার করা হয়। আলিপুরে তার চিকিৎসা করার পর তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের লোকজন যেই উদ্ধার করল, ওমনি ফোন আসতে শুরু করল। ফেরত দাও, ফেরত দাও… দিয়ে দিলাম।” তিনি বুঝিয়ে দেন যে বিজেপি শাসিত ওড়িশার ক্ষমতা নেই বাঘ সংরক্ষণের।

সূত্রের খবর আরও একটা বাঘ ওড়িশা জঙ্গল থেকে বাংলায় ঢুকেছে। সেই কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আবার একটা পাঠিয়ে দিয়েছে। এটা আবার কী! লোক পাঠিয়ে উদ্ধার করে নিয়ে যাও। আমাদের লোকেরা পাঁচ রাত না ঘুমিয়ে উদ্ধার করবে… ।” তিনি আরও বলেন, “পাঠালে চিরকালের জন্য পাঠাক, রেখে দিচ্ছি। তোমাদের রাখার জায়গা নেই। আমাদের ডিপ ফরেস্ট আছে রেখে দেব।” স্বাভাবিক কারণেই এই কথা নিয়ে কিছুটা হাসাহাসি শুরু হয়েছে নাগরিক মহলে। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল বলেন, বাংলার বিভিন্ন দুর্নীতি থেকে মুখ ঘোরাতে মুখ্যমন্ত্রী এইসব আজেবাজে কথা বলছেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *