পশু ও পাখির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক বহুদিন ধরে। অনেক বাড়িতেই কুকুর, বিড়াল বা বিভিন্ন ধরনের পাখি পোষা হয়। তবে বাস্তুশাস্ত্র মনে করে যে পশু বা পাখি পোষার জন্য কিছু নিয়ম মানা দরকার। বাস্তু শাস্ত্র বলছে এমনকি আমাদের বাড়িতে রোজ কী পাখি আসছে বা কী পাখি থাকে তারও একটা প্রভাব রয়েছে আমাদের জীবনের উপরে। কিছু পাখি আসা যেমন শুভ কিছু পাখি বাড়িতে রাখা তেমনই অশুভ বলে মনে করা হয়। অনেকেই বাড়িতে শখ করে টিয়া পাখি পোষেন। জানেন বাড়িতে টিয়া পাখি রাখলে কী প্রভাব পড়ে?
বলা হয়, বাড়িতে টিয়া পাখি থাকা খুবই শুভ। কেউ হতাশ থাকলে, বা কোনও শারীরিক সমস্যা থাকলে মনে করা হয় টিয়া পাখির উপস্থিতি শুভ। বাস্তু শাস্ত্র মতে বাড়িতে যদি টিয়া পাখি রাখতেই হয়, তাহলে তাকে উত্তর দিকে রাখা শুভ। যদি টিয়াকে খাঁচায় বন্দি করেও রাখা হয়, তাহলেও তার খুশি থাকা জরুরি। তা না হলে, সংসারে শোক নামার সম্ভাবনা থাকে। ফলে বাড়িতে রোজ যাতে টিয়া পাখি আসা যাওয়া করে, তার ব্যবস্থা করতে কিছু খাবার দাবার বাড়ির উঠনো রাখতে পারেন। বাড়িতে টিয়া পাখি বা তোতা পাখি থাকলে তা দাম্পত্য কলহ কমাতে সাহায্য করে। বাড়িতে যদি টিয়া পাখির ছবি থাকে, তাহলে তা শুভ সংকেত দেয়। এতে কেতু আর শনির খারাপ দৃষ্টি কেটে যায় বলে মনে করা হয়।