www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 19, 2025 5:55 am

আজ, রবিবার রামনবমী উৎসব। হিন্দুদের কাছে এই উৎসবের বিশেষ মহাত্ম আছে।

আজ, রবিবার রামনবমী উৎসব। হিন্দুদের কাছে এই উৎসবের বিশেষ মহাত্ম আছে।
এদিন ভগবান শ্রী রামের জন্মবার্ষিকী উৎসব পালন করা হয়। ২০২৫ সালের রাম নবমীতে বিরলযোগ তৈরি হতে চলেছে। যা কিন্তু অত্যন্ত শুভ হবে। এদিনে শ্রীরামের পুজো করলে ভক্তরা দ্বিগুণ লাভ করতে পারবেন। রাম নবমীতে সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ ও রবি যোগের মতো শুভ তৈরি হচ্ছে। আর এই তিন যোগ তৈরি হওয়ায় যা অত্যন্ত বিরল হতে চলেছে। এসময় যেকোনও শুভ কাজ করলে, আপনি শুভ ফল পাবেন।

রাম নবমীর দিন আপনি কিন্তু পুজোর নিয়ম মেনে পুজো করবেন। তবেই কিন্তু জীবনে সফলতা লেগে থাকবে। এতে আপনার আর্থিকদিকে যথেষ্ট লাভ হবে। এই রাম নবমীর দিন সকালে প্রথমে বাসি ঘর পরিষ্কার করবেন। তারপরে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরুন। তারপর রামের মন্দিরে যান। এই বিশেষ দিনে রামের পাশাপাশি সীতা, লক্ষণ ও হনুমানজির পুজো করুন।

এই পুজোর সময় কী কী অর্পণ করবেন?

এদিন পুজোর সময়ে ফুল, ফল ও পঞ্চমৃত নিবেদন করার চেষ্টা করুন। এদিন ‘রামচরিতমানস’ কিন্তু পাঠ করতে পারেন। এদিন রামের আরতি করবেন। রামকে পুজোতে যা যা অর্পণ করবেন, তা প্রসাদ হিসাবে কিন্তু আপনি দারিদ্র ব্যক্তিদের মধ্যে ভাগ করে দেবেন। এতে আপনার জীবনে সফলতা লেগে থাকবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *