আজ, রবিবার হিন্দুদের অন্যতম উৎসব রামনবমী উৎসব। উত্তর ভারত সহ সমস্ত ভারতে খুব উৎসাহের সঙ্গে রাম নবমী পালিত হয়। এখনো বাংলায় খুবই আড়ম্বারের সঙ্গে রামনবমী উৎসব পালন করা হচ্ছে। এই পুজো কীভাবে পালন করবেন, তা নিয়ে ভারতীয় জ্যোতিষের কিছু কথা আছে। জ্যোতিষ মতে –
১) কথিত, রামনবমীর পুণ্য তিথিতে সূর্যদেবের আরাধনা করলে এবং পদ্মফুল ও তুলসীপাতা সহযোগে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করলে বিশেষ ফল লাভ হয়। ভগবান শ্রীরামের আরাধনায় রবি গ্রহের শুভ ফল লাভ করা যায়।
২) বাস্তু দোষ, চোখের দোষ, তন্ত্র-মন্ত্রের বাধা দূর করতে রামনবমীর দিন একটি পাত্রে গঙ্গাজল বা জল নিয়ে শ্রীরামের রক্ষা মন্ত্র ‘ওম শ্রীম হ্বিন ক্লীঁ রামচন্দ্রায় শ্রীম নমঃ’ প্রায় ১০৮ বার জপ করুন। এরপর এই জল ঘরের ভেতর থেকে বাইরে ছিটিয়ে দিন। এই সময়ে উপোস থাকাই ভাল।
৩) রামনবমীর দিন রামচরিতমানস, সুন্দরকাণ্ড পাঠ করলে উপকার হবে। আপনার সব কাজ হয়ে যাবে।
৪) প্রতিটি কাজে সাফল্য পেতে ভগবান শ্রী রামের উদ্দেশ্যে চন্দন তিল লাগান। এর সাথে রাম স্তূতি পাঠ করুন।
৫) আর্থিক সুবিধা সহ প্রতিটি কাজে সাফল্য পেতে, রাম নবমীর দিন রামাষ্টক পাঠ করা উচিত। রাম নবমীর দিন নিয়ম অনুসারে ভগবান শ্রীরামের পূজা করুন। সেই সঙ্গে ভোগের সঙ্গে তুলসী ডাল ব্যবহার করতে হবে। এতে শ্রী রাম শীঘ্রই প্রসন্ন হবেন।