ভারতীয় ধর্মে ‘তুলসী চল্লিশা’র বিশেষ ভূমিকা আছে। জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয়, তুলসী গাছে দেবী লক্ষ্মীর বাস। যে বাড়িতে নিত্যদিন তুলসী পুজো করা হয়, তাদের আর্থিক দিকে লাভ হয়। শুধু তাই নয়, তারা সর্বদাই দেবী লক্ষ্মীর কৃপা পেয়ে থাকেন। কথিত আছে, যদি আপনি নিত্যদিন তুলসী চল্লিশা পাঠ করেন, তাহলে দেবী লক্ষ্মী বিশেষ কৃপা আপনি পাবেন। তবে যদি পারেন ১০৮ বার আপনাকে তুলসী চালিশা পাঠ করতে হবে। এতে আপনার জীবনে সফলতাও লেগে থাকবে।
ভারতীয় জ্যোতিষ বলছে –
- তুলসী চালিশা পাঠ করার আগে আপনাকে তুলসী গাছের গোঁড়ায় ভালোভাবে জল দিতে হবে, সঙ্গে একটি লাল কাপড় তুলসী গাছে বেঁধে দিতে হবে। তারপর একটি আসনের উপর পা মুড়ে বসে তারপরে কিন্তু তুলসী চলিশা পাঠ করবেন। সেই লাল কাপড় তুলসী চালিশা পাঠ করার পর খুলে দেবেন। যদি পারেন সামনে একটি মোমবাতি ও ধূপকাঠি জ্বালাতে পারেন।
- একাদশী ও রবিবার কখনোই তুলসী গাছ স্পর্শ করবেন না। যে তুলসী গাছের পুজো আপনি করবেন সেই তুলসী গাছের পাতা কখনোই ছিঁড়বেন না। এই তুলসী গাছের পাতা ছিঁড়লে দেবী লক্ষ্মী ও বিষ্ণু খুব রেগে যান। আর তাদের ক্রোধের কারণে আপনার অর্থহানি পর্যন্ত হতে পারে।
- কার্তিক মাসে তুলসী গাছের পুজো করা অত্যন্ত শুভ। এসময় এই পুজো করলে অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই সঙ্গে আর্থিক দিকেও খুব লাভ হয়। এমনকি বিবাহিত ও সাংসারিক জীবনেও সুখী হওয়া যায়। তবে সারা বছর অর্থাৎ প্রতিদিনই আপনি কিন্তু মা লক্ষ্মীর কৃপা পেতে ও বিষ্ণুর কৃপা পেতে আপনাকে তুলসী চালিশা পাঠ করতে হবে।