গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করার সংস্কৃতি ভারতের খুব প্রাচীন সংস্কৃতি। বৈদিক কাল থেকেই এই রীতি চলে আসছে। মহাভারতে উল্লেখ রয়েছে, যুধিষ্ঠির বলেছিলেন, যখন কেউ বড়দের পা ছুঁয়ে প্রণাম করে, সেই ব্যক্তির মধ্যে আলাদা শক্তি আসে। বিশিষ্ট মুনি-ঋষিরা বলেছেন, বড়দের পা ছুঁয়ে প্রণাম করলে আলাদা শক্তি, জ্ঞান, বুদ্ধি, খ্যাতি বাড়ে। এ তো গেল একটা বিষয়। আরও একটা বিষয় খেয়াল করে দেখবেন, এর নেপথ্যে কিন্তু রয়েছে বিজ্ঞানও। পা ছুঁয়ে প্রণাম করার ধাপকে একটি এক্সারসাইজও বলা যায়।
তথ্য বলছে, প্রত্যেকের শরীরে ইতিবাচক এবং নেতিবাচক শক্তি থাকে। তথ্য অনুযায়ী, শরীরের বাঁ দিকটায় নেতিবাচক শক্তি এবং ডানদিকে ইতিবাচক শক্তি থাকে। একই ভাবে উল্টোদিকের মানুষটার মধ্যেও তাই। ফলে বাঁ হাত দিয়ে বাঁ পা ছোঁয়া এবং ডান হাত দিয়ে ডান পা, ইতিবাচক ও নেতিবাচক শক্তির সার্কিটটা যেন পূর্ণ হয়। শক্তির ধারক ও বাহক- মস্তিষ্কে যে স্নায়ু থাকে, তার সঙ্গে শরীরের সংযোগও। তথ্য অনুযায়ী মূল শক্তিটা থাকে পা এবং হাতের আঙুলেই। তাই এই পায়ে হাত দিয়ে প্রণাম করার রীতি চালিয়ে যাওয়াই ভারতীয় ধৰ্মীয় দর্শন।