হিন্দু পুরান মতে তুলসী গাছে স্বয়ং লক্ষ্মী ও নারায়ণ বাস করেন। তাই হিন্দুদের কাছে তুলসী খুবই পবিত্র গাছ। প্রায় সমস্ত পুজোতে তুলসী পাতা লাগে। ভারতীয় বাস্তুশাস্ত্র বলছে কিছু নিয়ম মেনে বাড়িতে তুলসী লাগালে পরিবারের শান্তি অটুট থাকে। আবার তুলসী লাগানোর ক্ষেত্রে কিছু ভুল করলে পরিবারে বিপর্যয় নেমে আসতে পারে। অমরা এখন জেনে নি যে তুলসী লাগানো সম্পর্কে ভারতীয় বাস্তুশাস্ত্র কী বলছে –
১) তুলসি গাছে বা গাছের সঙ্গে লাগিয়ে কখনও শিবলিঙ্গ রাখতে নেই। পৌরানিক কাহিনী অনুযায়ী,পূর্বজন্মে তুলসির নাম বৃন্দা ছিল। অসুর জলন্ধরের স্ত্রী ছিলেন বৃন্দা। জলন্ধরকে বধ করেছিলেন মহাদেব । তাই তুলসি এবং শিবকে একসঙ্গে রাখা হয় না।
২) তুলসীর পাশে কাঁটাযুক্ত গাছ যেমন ক্যাকটাস বা গোলাপ গাছ রাখতে নেই।
৩) তুলসি গাছের পাশে কখনওই জুতো রাখা উচিত নয়, কারণ তিনি দেবী লক্ষ্মীর রূপ। তাই এই গাছের পাশে জুতো রাখতে লক্ষ্মী অপমানিত হন।
৪) তুলসি গাছের পাশে কখনও ডাস্টবিন রাখতে নেই।
৫) সংখ্যা অনুযায়ী তুলসি গাছ লাগাতে হবে, একটি অথবা তিনটি অথবা পাঁচটি তুলসি গাছ লাগালে আপনার জীবনে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে।
৬) মূল দরজার আশেপাশে কখনওই তুলসি গাছ লাগানো উচিত নয়।