খবরে আমরাঃ বদলাতে চলেছে রাজ্যের কলেজগুলির ভর্তির নিয়ম। এবার কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয় ভিত্তিক অনলাইন আবেদনের মাধ্যমে ছাত্র ভর্তির পরিকল্পনা করেছে শিক্ষা দফতর। পরিকল্পনা মাফিক এগোলে আগামী শিক্ষা বর্ষ থেকেই তা কার্যকর হতে পারে। দেশ জুড়ে কলেজগুলিতে অভিন্ন প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তির কথা বলেছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। কিন্তু তাতে আপত্তি জানান এই রাজ্যের কলেজগুলির উপাচার্যরা। সেই মতো পরিকল্পনা শুরু করে শিক্ষা দফতর। এই পরিকল্পনায় সবুজ সংকেত দিতেছে নবান্ন। সেই মতো আসন্ন সপ্তাহেই বৈঠকে বসতে চলেছে উচ্চ শিক্ষা দফতর। সেই পরিকল্পনা বাস্তবে রূপ পেলে এবার থেকে ছাত্র ছাত্রীরা আর কলেজে-কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন না। তাঁদের বিশ্ববিদ্যালয় ভিত্তিক অনলাইনেই আবেদন করতে হবে। সেই মতো প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজেদের মেধা তালিকা প্রকাশ করবে। সেই তালিকা ধরেই হবে ভর্তি। এতদিন কলেজ ভিত্তিক অনলাইনে আবেদনের পদ্ধতি চালু রয়েছে।

রাজ্য
বদলাচ্ছে কলেজে ভর্তির নিয়ম, বিশ্ববিদ্যালয় ভিত্তিক ভর্তির মেধা তালিকা প্রকাশের পথে উচ্চ শিক্ষা দফতর
- Sri Pritam
- April 29, 2022
- Latest Update: April 29, 2022 11:02 am
- 634
- Less than a minute
- 0
You can share this post!
administrator