www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 19, 2025 7:13 pm

সাহসের বলিহারী! মুখ্যমন্ত্রীর জন্য আনা সিঙ্গারা খেয়ে নিলেন তারই দেহরক্ষিরা। হ্যাঁ, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো হিমাচল প্রদেশ জুড়ে।

সাহসের বলিহারী! মুখ্যমন্ত্রীর জন্য আনা সিঙ্গারা খেয়ে নিলেন তারই দেহরক্ষিরা। হ্যাঁ, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো হিমাচল প্রদেশ জুড়ে। গত ২১ অক্টোবর হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু রাজ্যের সিআইডি সদর দপ্তরে একটি অনুষ্ঠানে যান। সিআইডির তরফে মুখ্যমন্ত্রীর জলখাবারের জন্য এক ফাইভ স্টার হোটেল থেকে সিঙাড়া আনানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সিঙাড়া মুখ্যমন্ত্রীর প্লেট পর্যন্ত পৌঁছয়নি। সেটা নাকি দেওয়া হয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের। তাঁরাই সেই সিঙাড়া সাবাড় করেন। এটাকে সহজভাবেই নেওয়া যেতো। কিন্তু মুখমন্ত্রী প্রবল ক্ষুব্ধ হয়ে CID-কে তদন্তের নির্দেশ দিয়েছেন।

প্রাথমিক তদন্তে CID-র ধারণা উদ্দেশ্য প্রনোদিতভাবেই এই কাজ করা হয়েছে। স্বাভাবিকভাবেই পুরো কাণ্ডকে কটাক্ষ করছে বিজেপি। তাঁদের বক্তব্য, “রাজ্যের কংগ্রেস সরকার এখন মুখ্যমন্ত্রীর সিঙাড়া নিয়ে বেশি ভাবছে। রাজ্যের উন্নয়ন নিয়ে ভাবার সময় নেই। তাছাড়া মুখ্যমন্ত্রীর সিঙাড়া যেভাবে হাপিশ হয়েছে, তাতেই স্পষ্ট প্রশাসনের শীর্ষস্তরে সমন্বয়ের কতটা অভাব।” এই নিয়ে হিমাচল প্রদেশে শুরু হয়েছে চূড়ান্ত বিতর্ক।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *