www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 20, 2025 1:29 pm

আজ মহাসপ্তমী। পুজো মন্ডপে মন্ডপে পুরোহিতেরা খুবই ভক্তিভরে সপ্তমী মন্ত্র পাঠ করছেন। শুধু পুরোহিত কেন, আমরা সকলেই যদি সেই মন্ত্র পাঠ করি, তাহলে আমাদের পরিবারের আসবে শান্তি ও আনন্দ।

আজ মহাসপ্তমী। পুজো মন্ডপে মন্ডপে পুরোহিতেরা খুবই ভক্তিভরে সপ্তমী মন্ত্র পাঠ করছেন। শুধু পুরোহিত কেন, আমরা সকলেই যদি সেই মন্ত্র পাঠ করি, তাহলে আমাদের পরিবারের আসবে শান্তি ও আনন্দ। দুর্গাপুজোর সপ্তমী দিনে জপ করা যায় দুর্গার বীজ মন্ত্র, যা হল ওম হৃীং দুং দুর্গায়ৈ নমঃ। এই মন্ত্র জপ করতে হবে কমপক্ষে ১০৮ বার, অর্থাৎ একটি মালা। তবে ১০৮ বারের চেয়ে বেশিও জপ করা যেতে পারে। 

দুর্গা পুজোর সময় দুর্গা সপ্তশতীর পাঠ করা শুভ মনে করা হয়। দুর্গা সপ্তশতীতে কিছু মন্ত্রের উল্লেখ পাওয়া যায়। এই মন্ত্র জপ করলে ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারে। শাস্ত্র মতে দুর্গা সপ্তশতীতে এমন কিছু দিব্য মন্ত্রের উল্লেখ রয়েছে, যা পাঠ করলে ব্যক্তি জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারে।

দুর্গা পুজোর সময় দুর্গা সপ্তশতীর মন্ত্র জপ করা শুরু করলে সুফল পেতে পারেন।
সপ্তশতীর মন্ত্র –

  • ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী।
    দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তুকে।।
  • রোগনশেষানপহংসি তুষ্টা, রুষ্টা তু কামান্ সকলানভীষ্টান্।
    ত্বামাশ্রিতানাং ন বিপন্নরাণাং, ত্বামাশ্রিতা হৃশ্রয়তাং প্রয়ান্তি।।
  • প্রণতানাং প্রসীদ ত্বং দেবি বিশ্বার্তিহারিণি।
    ত্রৈলোক্যবাসিনীমীড্যে লোকানাং বরদা ভব।।
  • সর্বমঙ্গলমাঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে।
    শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে।।
  • দেহি সৌভাগ্যমারোগ্যং দেহি মে পরমং সুখম্।
    রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।
  • সৃষ্টিস্থিতিবিনাশানাং শক্তিভূতে সনাতনি।
    গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণি নমোস্তুতে।।
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *