Home - জ্যোতিষ কথা - সরস্বতী পুজোয় চার-চারটি রাজযোগ, ভাগ্য ফেরাবে কিছু রাশির জাতক জাতিকার (Saraswati Puja)
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এবারের সরস্বতী পুজোয় (Saraswati Puja 2023) চারটি অভূতপূর্ব যোগ তৈরি হতে চলেছে - সিদ্ধ যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ এবং শিব যোগ। যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
জ্যোতিষশাস্ত্রে সরস্বতী পুজো বরাবরই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এবার সরস্বতী পুজো আরও বিশেষ হতে চলেছে। কারণ সেদিন চারটি বিশেষ যোগ তৈরি হতে চলেছে। তার ফলে কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন –
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এবারের সরস্বতী পুজোয় (Saraswati Puja 2023) চারটি অভূতপূর্ব যোগ তৈরি হতে চলেছে – সিদ্ধ যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ এবং শিব যোগ। যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সরস্বতী পুজোর দিন সর্বপ্রথম রবি যোগ তৈরি হবে। তারপর তৈরি হবে সর্বার্থ সিদ্ধি যোগ। সেই সর্বার্থ সিদ্ধি যোগের পরে সিদ্ধ যোগ তৈরি হবে। সবশেষে তৈরি হবে সিদ্ধ যোগ। ওই চারটি যোগই অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়ে থাকেবৃশ্চিক রাশি– জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সরস্বতী পুজোর পদোন্নতির পথ প্রশস্ত হবে। চারটি শুভ যোগের ফলে বৃশ্চিক রাশির জাতকদের চাকরিতে ভালো ফল মিলবে। পারিবারিক জীবন সুখকর হয়ে উঠবে। জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি বাড়বে বৃশ্চিক রাশির জাতকদের
মকর রাশি– সরস্বতী পুজোয় যে চারটি যোগ তৈরি হতে চলেছে, তা মকর রাশির জাতকদের জন্য লাভজনক হতে চলেছে। মকর রাশির জাতকদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। প্রিয় কোনও মানুষের সাহায্য মিলবে। চাকরির দিক থেকে উন্নতির পথ প্রশস্ত হবে।
কুম্ভ রাশি– যে কুম্ভ রাশির জাতকরা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাঁরা শুভ ফল লাভ করবেন। শিক্ষাক্ষেত্রের ক্ষেত্রে অগ্রগতি হবে কুম্ভ রাশির জাতকরা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আর্থিক দিক থেকে লাভবান হবেন। হাতে টাকা আসবে কুম্ভ রাশির জাতকরা।
মীন রাশি– সরস্বতী পুজোয় যে চারটি শুভ যোগ তৈরি হতে চলেছে, তাতে মীন রাশির জাতকরা নৈরাশ্য থেকে মুক্তি পাবেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি ফিরতে চলেছে। যে মীন রাশির জাতকরা চাকরি করেন, তাঁরা সাফল্য লাভ করবেন। জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের যোগ তৈরি হবে।