প্রায় সমস্ত হিন্দু বাড়িতেই তুলসী যাচ্ছে থাকে। ভারতীয় ধর্মের বিশ্বাস তুলসী গাছে লক্ষ্মী বাস করেন। কোনও কারণে হঠাৎ যদি এই গাছ মারা যায় বা শুকিয়ে যায়, তবে তা অশুভ লক্ষণ বলে ধরে নেওয়া হয়। এই রকম কিছু ঘটলে পুনরায় বাড়িতে প্রতিষ্ঠা করতে হয় তুলসী গাছ। সেক্ষেত্রে অনেকেই বাজার থেকে গিয়ে কিনে আনেন তুলসী গাছ। যদিও জ্যোতিষ শাস্ত্র কিন্তু বলছে যদি বাড়ির এবং পরিবারের মঙ্গলের জন্য বাড়িতে তুলসী গাছ লাগাতে চান তাহলে তা বাজার থেকে কিনে আনলে হবে না। সেক্ষেত্রে কোনও শুভ সময় দেখে মন্দির চত্বর থেকে নিয়ে আসতে হবে তুলসী গাছ। সেই পবিত্র গাছ শুভ সময়ে প্রতিষ্ঠা করতে হবে বাড়িতে। তুলসী গাছ বাড়িতে থাকলে যে ফল আপনি পাবেন –
- জ্যোতিষশাস্ত্র অনুসারে মন্দির থেকে তুলসী গাছ এনে বাড়িতে লাগালে গ্রহের দোষও কেটে যায়। কোনও গ্রহ যদি অশুভ অবস্থানে থাকে তাহলে মানুষ তার অশুভ প্রভাব থেকে মুক্তি পায়, যা জীবনের সমস্যা দূর করে।
- জ্যোতিষশাস্ত্র অনুসারে, মন্দির থেকে একটি তুলসী গাছ লাগানো বাস্তু দোষ থেকে মুক্তি পেতেও সাহায্য করে, যা পরিবারের সদস্যদের মধ্যে ভালবাসা বৃদ্ধি করে এবং বাড়িতে সুখ শান্তির পরিবেশ তৈরি করে। অশান্তি-ঝামেলা কোনও কিছু কাছে ঘেঁষে না।
- জ্যোতিষশাস্ত্র অনুসারে, মন্দির থেকে তুলে এনে ঘরে তুলসী লাগালে কর্মজীবনে প্রচুর সাফল্য আসে। সব কাজের বাধাও দূর হয় ও উন্নতির শিখরে থাকেন।
- মন্দির থেকে একটি তুলসী গাছ বাড়িতে এনে লাগিয়ে রাখলে তা বাড়িতে অবস্থিত সব নেতিবাচক শক্তি দূর করে ও বাড়িতে ইতিবাচক শক্তি বাস করে। এছাড়া এই কারণে সংসারে আসে সুখের বন্যা।
- জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে অর্থের অভাব থাকলে মন্দির থেকে এনে বাড়িতে একটি তুলসী গাছ লাগাতে পারেন। তাতে বাড়িতে সুখ-সমৃদ্ধি বজায় থাকে, অর্থের অভাবও দূর হয়।