ধৰ্মীয় মৌলবাদ বিশ্বের কাছে এক আতঙ্ক। তারই চূড়ান্ত নিদর্শন দেখা গেলো পাকিস্তানে।
বারবার বলা সত্ত্বেও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। এই অপরাধে নৃশংসভাবে গুলি করে খুন করা হল হিন্দু যুবককে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পাকিস্তানের পেশোয়ারে। ঘটনা প্রকাশ্যে আসতেই ফের প্রশ্নের মুখে পাকিস্তানে সংখ্যালঘুদের নিরাপত্তা। পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে পেশোয়ারের আমিন কলোনি এলাকায়। অভিযোগ গত ২৯ মার্চ নাদিম নাথ নামে ওই যুবককে গুলি করে হত্যা করে মুস্তাক নামে এক ব্যক্তি।
মৃতের ভাইয়ের অভিযোগ, গত কয়েকমাস ধরে নাদিমকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য চাপ দিচ্ছিল মুস্তাক। তবে সেই প্রস্তাবে রাজি হননি তিনি। যার জেরেই নাদিমকে খুনের ছক কষে অভিযুক্ত। শনিবার নাদিমের সঙ্গে সাক্ষাৎ করে মুস্তাক। কিছু বুঝে ওঠার আগেই খুব কাছ থেকে গুলি করে অভিযুক্ত। গুরুতর আহত অবস্থায় নাদিমকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। এই হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন নাদিমের ভাই সাগর নাথ। যদিও অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের তরফে এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা যাচ্ছে।