অনেকের বাড়িতেই এখন বেডরুম হয়ে উঠেছে সাজঘর। ফলে বেডরুমে অনেকেই আয়না রাখেন। তবে বাস্তু মনে করে বেডরুমে আয়না রাখা উচিত না। আর যদি রাখতেই হয়, তাহলে বাস্তু শাস্ত্র মতে বিশ্বাস রাতে ঘুমোনোর আগে সব সময় কিছু দিয়ে আয়না ঢেকে দেওয়া উচিত।
রাতে কখনও আয়না খোলা রাখা উচিত নয়। নিজেকে কেমন লাগছে দেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকলের বাড়িতেই ছোট হোক বা বড় একটা আয়না থাকবেই। আর পাঁচটা জিনিসের মতোই এটিও প্রতিদিনের অবিচ্ছেদ্য একটা অংশ।
অনেকে আবার দীর্ঘক্ষণ আয়নার সামনে কাটাতেও ভালবাসেন। কেউ আয়না ঢেকে রাখলেও শতকরা ৯০ ভাগ বাড়িতেই আয়না খোলাই থাকে। কিন্তু আয়না খোলা রাখাটা কি আদৌ ভাল? বাস্তু শাস্ত্র অনুসারে বাড়িতে আয়না সব সময় খুলে রেখে দেওয়াটা কিন্তু মোটে ভাল অভ্যাস নয়। রাতে আয়না খোলা রাখলে আপনার জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে নাকি ইতিবাচক বজায় থাকে জীবনে, জানেন?বাস্তু শাস্ত্র মতে বিশ্বাস রাতে ঘুমোনোর আগে সব সময় কিছু দিয়ে আয়না ঢেকে দেওয়া উচিত। রাতে কখনও আয়না খোলা রাখা উচিত নয়।