www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 19, 2025 7:20 pm

জুলাই এ ভার্চ্যুয়াল ইন্টারভিউ এর মাধ্যমে তাঁর নামটি সিলেক্ট করেন কর্তৃপক্ষ৷ এমন সুসংবাদে খুশির হাওয়া সর্বত্র৷ কাঞ্চন বাবুকে অভিনন্দন জানাচ্ছেন জেলাবাসী (Lavpur)৷ সকলেই মনে করেন তিনি নিজের যোগ্যতায় এই সম্মাননা পাচ্ছেন।

একজন শিক্ষকের জীবনে ‘শিক্ষারত্ন’ পুরস্কারের মূল্য অপরিসীম। শিক্ষকরাই যথার্থ মানুষ গড়ার কারিগর। তাঁরাই তৈরী করে আদর্শ মানুষ। তাই প্রতি বছর শিক্ষক দিবসে ‘শিক্ষারত্ন’ সম্মান দেওয়া হয়। এই বছর সেই সম্মান পাচ্ছেন বীরভূম লাভপুরের মজুমদার ডাঙা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদরদী, জনপ্রিয় প্রধান শিক্ষক শ্রী কাঞ্চন বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, কাঞ্চন বাবু চৌহাট্টা গ্রামের বাসিন্দা৷ এই মজুমদার ডাঙা প্রাথমিকে (Birbhum) ২০০৭ এ যোগদান করেন ৷ ২০১৩ সাল থেকে ভারপ্রাপ্ত শিক্ষকের (Majumdar Danga primariy School) দায়িত্ব সামলেছেন৷ বর্তমানে প্রধান শিক্ষক পদে আসীন৷ উল্লেখ্য, এই বিদ্যালয়টি আদিবাসী অধ্যুষিত এলাকায়৷ আগে স্কুল ছুটের সংখ্যা ছিল অনেক বেশি৷ তিনি আসার পর থেকে স্কুল ছুটের সংখ্যা ক্রমশ কমতে থাকে৷ তিনি বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের বুঝিয়ে পড়ুয়াদের স্কুলমুখী করেন৷ তাঁর প্রচেষ্টায় স্কুল ছুটের সংখ্যা অনেকখানি কমে আসে৷ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নেও তাঁর বিশেষ অবদান রয়েছে৷ শিক্ষার পাশাপাশি খেলাধূলা, স্কুলে ইন্টারনেটের ব্যবহার, ইউটিউবে পড়াশোনা, গ্রীষ্মে ওয়াটার বেল এর প্রচলন প্রভৃতি ক্ষেত্রে তাঁর অবদান যথেষ্ট৷ অতীতেও শিক্ষা ও সমাজসেবার স্বীকৃতি স্বরূপ পেয়েছেন একাধিক পুরস্কার— সম্মাননা৷ এবার পাচ্ছেন শিক্ষারত্ন৷

জুলাই এ ভার্চ্যুয়াল ইন্টারভিউ এর মাধ্যমে তাঁর নামটি সিলেক্ট করেন কর্তৃপক্ষ৷ এমন সুসংবাদে খুশির হাওয়া সর্বত্র৷ কাঞ্চন বাবুকে অভিনন্দন জানাচ্ছেন জেলাবাসী (Lavpur)৷ সকলেই মনে করেন তিনি নিজের যোগ্যতায় এই সম্মাননা পাচ্ছেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *