ভারতীয় জ্যোতিষ শাস্ত্রে গ্রহর অবস্থানের ভূমিকা অনেক। গ্রহর অবস্থানের উপর নির্ভর করে বিভিন্ন রাশির জাতকের ভাগ্য।
ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ বুধ গ্রহ মীন রাশিতে প্রবেশ করবে। আর বর্তমানে শুক্র কিন্তু মীন রাশিতে অবস্থান করছে। বুধ ও শুক্রের মিলনে তৈরি হবে ‘লক্ষ্মী নারায়ণ রাজযোগ’। এই রাজযোগ অত্যন্ত শুভ। এই রাজযোগের শুভ প্রভাবে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে ব্যবসায় অত্যন্ত লাভ হবে। ভাগ্যের দ্বার খুলতে চলেছে তাদের।
- মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের ওপর এই রাজযোগের শুভ প্রভাব পড়বে। তারা জীবনের যা চাইবেন তাই করতে পারবেন। শুধু তাই নয়, আত্মবিশ্বাস তাদের ক্রমশ ও বাড়তে থাকবে। চাকরিতে পদোন্নতি নিশ্চিত। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। তাছাড়াও সমাজে সম্মান বাড়তে থাকবে। এসময় নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে।
- ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের উপর এই রাজযোগের শুভ প্রভাব পড়বে। এসময় যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যেতে পারে। বাড়ির নতুন কোনও সদস্যের সুখবরেই আপনার মনে খুশি লেগে থাকবে। শুধু তাই নয়, স্ত্রীর শুভ খবরে আপনি খুব খুশি হবেন। যদি লটারি কাটেন, সেখানেও সাফল্য মিলবে।
- মীন রাশি
মীন রাশির ব্যক্তিদের এই সময়টি অত্যন্ত শুভ। এসময় ভাগ্যের দ্বার খুলবে আপনার। তাছাড়া লক্ষ্মীনারায়ণ রাজযোগের শুভ প্রভাবে দীর্ঘদিন ধরে যে কাজগুলি আপনার আটকে ছিল, তা আপনার হয়ে যাবে। শুধু তাই নয়, নতুন যানবাহন কিনতে পারেন। প্রেম জীবনেও সফলতা আসবে। এছাড়া যারাও অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।