www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 19, 2025 7:22 pm

অনেক বড়ো কম্পানির CEO থেকেও বেশি রোজগার। শোনা যায় সবচেয়ে বেশি মার্জিন বা লাভ থাকে খাবারের ব্যবসায়। দিনে দিনে শহর থেকে গ্রামে খাবারের দোকানের সংখ্যা তাই হুড়মুড় করে বাড়ছে।

অনেক বড়ো কম্পানির CEO থেকেও বেশি রোজগার। শোনা যায় সবচেয়ে বেশি মার্জিন বা লাভ থাকে খাবারের ব্যবসায়। দিনে দিনে শহর থেকে গ্রামে খাবারের দোকানের সংখ্যা তাই হুড়মুড় করে বাড়ছে। তাই বলে বড়া পাও বিক্রি করে বছরে ২৪ লক্ষ টাকা আয়? অর্থাৎ কিনা মাসে ২ লক্ষ টাকা উপার্জন। সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমনই দাবি করেছেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সার্থক সচদেও। ভিডিওতে দেখা গিয়েছে, বড়া পাও বানিয়ে তা গ্রাহকদের হাতে তুলে দেওয়ার কাজ শিখছেন সচদেও। এমন খবরে খুবই খুশি নাগরিক মহল।

তিনি জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত ২০০টি বড়া পাও বিক্রি হয়। একটি পাওয়োর দাম ১৫ টাকা। সারা দিনে ৬২২টি পাও বিক্রি হয়। অর্থাৎ দিনে বিক্রি ৯৩০০ টাকার। একই পরিমাণ বড়া পাও সারা মাসে বিক্রি হলে আয় দাঁড়ায় ২.৮ লক্ষ টাকা। সমস্ত খরচ বাদ দিয়ে মাসে ২ লক্ষ টাকা আয়। অর্থাৎ বছরে ২৪ লাখ টাকা উপার্জন হয়। মন দিয়ে, সততার সঙ্গে ব্যবসা করতে পারলে সত্যিই ভালো লাভ হতে পারে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *