www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 27, 2025 11:07 pm

চলতি বছর সেপ্টেম্বর মাসে দুটি গ্রহণ ঘটবে। প্রথমটি চন্দ্রগ্রহণ ৭ সেপ্টেম্বর তারপর দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটবে ২১ সেপ্টেম্বর। জানুন গ্রহণের তারিখ ও সময়।

চলতি বছর সেপ্টেম্বর মাসে দুটি গ্রহণ ঘটবে। প্রথমটি চন্দ্রগ্রহণ ৭ সেপ্টেম্বর তারপর দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটবে ২১ সেপ্টেম্বর। জানুন গ্রহণের তারিখ ও সময়। ২০২৫ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ৭ সেপ্টেম্বর ঘটবে। এর সময় রাত ৯ টা ৫৮ টা থেকে ১ টা ২৬ মিনিট পর্যন্ত। এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। এই গ্রহণ ভারতে দৃশ্যমান হবে।

  • চন্দ্রগ্রহণ কোথা থেকে দেখা যাবে –
    এই চন্দ্রগ্রহণ ভারত ছাড়াও এশিয়া, ইউরোপ, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরে দেখা যাবে।
  • সূর্যগ্রহণের সময় –
    চলতি বছরে চন্দ্রগ্রহণের পর ২১ সেপ্টেম্বর সূর্যগ্রহণ ঘটতে চলেছে। শুরু হবে রাত ১১টা থেকে। এটি ২২ সেপ্টেম্বর ভোর ৩ টে ২৪ মিনিটে শেষ হবে। কিন্তু এই গ্রহণ ভারতে দেখা যাবে না। এই কারণেই এর সূতকও বৈধ নয়। তবে এই গ্রহণ কন্যা রাশি এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রে ঘটবে। তাই এর জ্যোতিষশাস্ত্রীয় গুরুত্ব আরও বেড়ে যাবে।
  • সূর্যগ্রহণ কোথা থেকে দেখা যাবে –
    সূর্যগ্রহণ দেখা যাবে আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি এবং আটলান্টিক মহাসাগর থেকে।
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *