আগামী ২৯ মার্চ সূর্য গ্রহণ। ভারতীয় জ্যোতিষ শাস্ত্রে এই সূর্য গ্রহনের মূল্য অসীম। সূর্য গ্রহণের সময় মীন রাশিতে শনির সঙ্গে রাহু মিলন হবে। আর এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময়, শুরু হবে। ভাগ্যের দ্বার খুলবে কাদের, জানুন। চলতি বছর সূর্যগ্রহণ ঘটবে ২৯ মার্চ, এদিনই শনি তাঁর ঘর বদল করবে। শনি ও রাহুর সঙ্গে মিলন হবে। সূর্যগ্রহণের সময় থেকেই ভাগ্যের দ্বার খুলে যাবে।
- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের উপর শনি ও রাহুর বিশেষ প্রভাব পড়বে। এসময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। আয় বাড়তে থাকবে। এমনকি প্রেমিকের সঙ্গে সম্পর্ক আপনার মধুর হবে। বন্ধু বান্ধবের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। - কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিদের এই সময়টি অত্যন্ত শুভ সময় শুরু হবে। কর্মজীবনে সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া আপনার বাবা-মা আপনাকে সকল কাজেই সাহায্য করবেন। এসময় তাদের সহায় আপনার ব্যবসায় খুব লাভ হবে। কঠিন পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। - কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকাদের সুখের সময় শুরু হবে। শনি ও রাহুর মিলনে আপনার শুভ সময়। নতুন কোনও ব্যবসা শুরু করলে সেখানেও লাভ হবে। চাকরিজীবীদের আয়ের নতুন পথ খুঁজে পাবেন। তাছাড়া ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন। শান্তিপূর্ণভাবে জীবন কাটবে আপনি। নতুন বাড়ি, গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তিও কিনতে পারেন আপনি। - বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের উপর রাহু ও শনির শুভ প্রভাব পড়বে। পরিবেশ অনুকূলে থাকবে। এসময় নতুন যানবাহন কিনতে পারেন। প্রেমিক প্রেমিকার মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। তাছাড়া যারা অবিবাহিত রয়েছেন, তাদের বিয়ে হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবার চেষ্টা করুন।