একটা অস্বাভাবিক ও সুন্দর অফবিট নিউজ। মাকে জন্মদিনের উইশ করল সুন্দরী। আদরে ভরিয়ে দিল বিশেষ দিনে। করুণ দুটো চোখ দিয়েই বুঝিয়ে দিল, কতোটা ভালবাসে। এ এক সুন্দরী ও তার মায়ের মিষ্টি গল্প। সুন্দরীর মা মলি চক্রবর্তীর জন্মদিনের একটি ভিডিও বুধবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। দেখা যায়, মলিদেবীকে সুন্দর করে আদর করে দিচ্ছে সুন্দরী। ও গরু। মলিদেবীর মেয়ের মতোই। মুখে কিছু বলতে না পারলেও জন্মদিনে মাকে নিজের ভঙ্গিতে উইশ করে। যা পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করছেন তিনি।জন্মদিনের সকালে মা-মেয়ের মিষ্টি কথোপকথনের ভিডিও নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন মলিদেবী। ক্যাপশনে লেখেন, ‘আমার জীবনের সবচেয়ে সুন্দর জন্মদিন। কারণ সুন্দরী এখন আমার জীবনে আছে।’ ভিডিওতে শুনতে পাওয়া কথাগুলো ছিল এমন, ‘মায়ের জন্মদিন, একটু হ্যাপি বার্থডে বলে দাও… ও সকাল সকাল চলে এসেছে। মায়ের কাছে বসে আছে। হ্যাপি বার্থডে বলতে এসেছে। কত আদর করছে আমায়। এগলেস কেক আনবে যেন সুন্দরী খেতে পায়। ‘