খবরটা অবাক হওয়ার মতো বলেই এটা আজকের অফবিট নিউজ। এই কান্ড করেছে চিনের এক সংস্থা। বিষয়টা একটু পরিষ্কার করা দরকার। সারা বছরের লাভের হিসাব করার পড়ে বছরের শেষে অনেক কম্পানি কর্মীদের বোনাস দেয়। সেই হিসাবে চিনের এক কম্পানি দিলো বোনাস। তবে তাদের বোনাস দেওয়ার রীতি একটু অন্য রকম। কিন্তু সংস্থা যদি আপনার সামনে থোক থোক টাকা রেখে বলে যে যত পারবে নিয়ে নাও! যত টাকা তুলতে পারবে, সব টাকা আপনার। ব্যাপারটা কেমন হয়? ঠিক তাই করেছে চিনের ওই কম্পানি। , সত্যিই এভাবে কর্মীদের বোনাস দিল একটি কোম্পানি। বছর শেষে ১১ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৭০ কোটি টাকা, তা-ই কর্মীদের বোনাস হিসাবে দেওয়া হয়। শর্ত ছিল ওই একটাই, যত টাকা নিতে পারবে, তত টাকাই তোমার। একটা ভাইরাল ভিডিওতে সবটা ধরা পড়েছে।
হেনান মাইনিং ক্রেন কোঃ লিমিটেড নামক চিনের একটি ক্রেন কোম্পানি তার কর্মীদের এত টাকা বোনাস দিয়েছে। সংস্থার তরফে একটি বিশাল টেবিলে ৭০ কোটি টাকা ঢেলে দেওয়া হয়। সংস্থার কর্মীদের ১৫ মিনিট সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে যে যত টাকা তুলতে পারে, সেই টাকাই তার বোনাস। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই বোনাস নিয়ে কাড়াকাড়ির ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে, কর্মীরা হুড়োহুড়ি করছে টাকা নেওয়ার জন্য। জামা-প্যান্টের পকেটে মুঠো মুঠো টাকা ভরছেন। এক কর্মী নাকি ১ লক্ষ ইয়ান, যার ভারতীয় মূল্য আনুমানিক ১২,০৭ লক্ষ টাকা কুড়িয়েছেন। এমন আশ্চর্য ঘটনা আগে কখনো ঘটেছে বলে কিন্তু শোনা যায় নি।