সত্যি তাই! অর্থ থাকা মানেই বিলাসিতায় ডুবে যাওয়া। এমনি একটা আশ্চর্য ভিডিও সামনে এসেছে। পোষ্য কুকুরদের তুষারপাত দেখার ভীষণ ইচ্ছে। কিন্তু কোনও মতেই সুইৎজারল্যান্ড যেতে পারছিলেন না ফ্লোরিডার এক ব্যক্তি। ফলে তিনি তাঁর কুকুরদের জন্য বাড়ির সামনেই তুষারপাতের আয়োজন করলেন। সেই ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর এমন কাণ্ড মন জয় করে নিয়েছে লাখো মানুষের। পক্ষে ও বিপক্ষে অনেক কথা উঠলেও সকলেই স্বীকার করেছেন তার পোষ্য প্রীতির কথা।
ভাইরাল হওয়া ভিডিওতে প্রথমে দেখা যাচ্ছে, সেই ব্যক্তি তাঁর পোষ্য কুকুরদের সঙ্গে কথা বলছেন। আর কুকুররাও ঠিক কী বলতে চাইছে, তাও লেখার মাধ্যমে তিনি ভিডিওতে বুঝিয়ে দিচ্ছেন। গোল্ডেন রিট্রিভার লুনাকে তাঁর মালিকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে। সেই ব্যক্তি মজা করে বলেন, ‘দুঃখিত, লুনা, তুমি সুইজারল্যান্ড যেতে পারবে না।’ এখানেই শেষ নয়। এবার ভিডিওতে দেখা যায় এক অবিশ্বাস্য দৃশ্য! ট্রাক থেকে পাঁচ টন বরফ বাগানে ফেলা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বাগানটিকে দেখে মনে হয়, সেটা যেন এক তুষারের দেশ। সেখানে স্নোফলের ব্যবস্থাও করা হয়। বরফ দেখে আনন্দে আটখানা হয়ে যায় তার পোষ্যরা।