বাঁদর প্রাণীদের সঙ্গে যুক্ত ‘বাঁদরামি’ শব্দটা। কিন্তু সব বাঁদর বাঁদরামি করে না। আশ্চর্য এক ভালো বাঁদরের খবর আজ দেবো। শনিবার তখন দুপুর গড়িয়ে বিকেল। গুসকরা বাসস্ট্যান্ডে বিপরীতে পরপর কয়েকটি দোকান। ফাস্ট ফুড, হোটেল, চায়ের দোকানে তার অবাধ যাতায়াত। শনিবারও হোটেলের সামনে পাওনা বুঝে নিতে গিয়েছিলেন ‘তিনি’। হোটেলের মালকিন তাকে খেতেও দিলেন। হোটেল কর্মী গৃহবধূ সোনালি চক্রবর্তী জল খাওয়ালেন। নিজের স্মার্টফোন থেকে হনুমানের ছবিও তুললেন। আর তারপরই অকস্মাৎ সেই ঘটনা! সোনালিদেবীর হাত থেকে মোবাইল ফোনটি ছোঁ মেরে কেড়ে চলে যায় হনুমান। তবে নাগালের বাইরে যায়নি সে, কাছাকাছিই বসেছিল।
মহিলার হাত থেকে ছোঁ মেরে মোবাইল কেড়ে নেওয়ার পর যত্নেই রেখেছিল সে। তবু ফিরে পাওয়ার আশা ছিল ক্ষীণ। তবে অনুরোধ-উপরোধে আর কুল, কলা খাইয়ে দিব্যি তার মন গলানো গেল! মোবাইলটি ফিরিয়ে দিল হনুমান। এমন ঘটনার সাক্ষী হয়ে অবাক স্থানীয় বাসিন্দারা। সকলেই বলছেন, বাঁদরামি বিশেষ করেনি চারপেয়ে।