www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 20, 2025 7:10 pm

'চমকে যাওয়ার মতো খবর হলেও তা সত্যি।

‘চমকে যাওয়ার মতো খবর হলেও তা সত্যি। গবেষণায় প্রমাণিত হয়েছে, আজ থেকে ৪১ হাজার বছর আগেও নাকি মানুষ সানস্ক্রিন ব্যবহার করত? তাই যাঁরা এটা ভাবেন যে সানব্লক (sunblock)-সানস্ক্রিন আজকের এই কসমেটিক জগতের নতুন কোনও স্ক্যাম, তাঁদের এবার নতুন করে ভাবার সময় এসেছে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের ‘সায়েন্স অ্যাডভান্সেস’ নামের এক জার্নালে প্রকাশিত নতুন এক গবেষণা বলছে, আজ থেকে ৪১ হাজার বছর আগেও নাকি দুনিয়ায় সানস্ক্রিনের অস্তিত্ব ছিল। তখন মানুষের যে পূর্বপুরুষ (হোমো সেপিয়েন্স Homo sapiens- আধুনিক মানুষের বিজ্ঞানসম্মত নাম) ছিল পৃথিবীতে, তারা সেসব ব্যবহারও করত সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে নিজেদের বাঁচানোর জন্য।

সেই সময়, আনুমানিক ১,০০০ বছর ধরে পৃথিবীতে যে কঠিন সময় পার করেছে মানুষ, তার মধ্যে প্রায় ৫০০ বছর পৃথিবীর চৌম্বকক্ষেত্র ছিল খুবই দুর্বল। এর ফলে মহাজাগতিক রশ্মি ও অতিবেগুনি রশ্মি পৃথিবীতে বেশি প্রবেশ করত, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর প্রভাব ফেলেছিল। তা সত্ত্বেও মানুষ বেঁচে রইল কী করে? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল গবেষকদের মনে। গবেষণা বলছে, যে সময়ে ইউরোপের ওপর থেকে উত্তর মেরু সরছিল ধীরে ধীরে, তখন পৃথিবীর চৌম্বকক্ষেত্র দুর্বল হয়ে পড়ছিল ক্রমশ। ইতিহাসের যাবতীয় প্রমাণ বলছে, সেই সময় থেকেই মানুষ পশুর চামড়া, লোম সেলাই করে পুরো শরীর ঢেকে রাখার মতো জামাকাপড় পরা শুরু করে। এমনকি গায়ে গিরিমাটি মাখার শুরুও তখন থেকেই। প্রসঙ্গত, গিরিমাটিতে রয়েছে আয়রন অক্সাইড, সিলিকা। যার সূর্যের রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করার ক্ষমতা রয়েছে বলে জানা গেছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *