গাছ যে আমাদের বন্ধু তা বহু কাল আগেই আমাদের বৈদিক ঋষিরা বলে গেছেন। আধুনিক বাস্তুশাস্ত্র বলছেন, এমন কিছু গাছ আছে, যা ঘরে রাখলে মানুষের দাম্পত্য জীবনে সুখ ও শান্তি নেমে আসে। যদি পারেন এগুলি আপনি আপনার শোওয়ার ঘরে রাখতে পারেন। এতে কিন্তু আপনাদের খুব শুভ সময় শুরু হবে, জানুন কোন কোন গাছ লাগাবেন।
- ল্যাভেন্ডার প্ল্যান্ট –
লাভেন্ডার প্ল্যান্ট অত্যন্ত সুন্দর দেখতে। আর এর গন্ধ কিন্তু অসাধারণ। তাই এটি যদি আপনার স্বামী-স্ত্রীর শোওয়ার ঘরে রাখেন, বিছানার পাশে কিংবা টেবিলে রাখেন তাহলে এর ভালো প্রভাব পড়বে আপনাদের দাম্পত্য জীবনে। সেই সঙ্গে ঘরের সৌন্দর্য কিন্তু বাড়তে থাকবে। - লিলি ফুলের গাছ –
লিলি ফুলের গাছ দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর। সেই সঙ্গে শোওয়ার ঘরে রাখলে সুখ-সমৃদ্ধি শান্তি ও বাড়তে থাকে। এই গাছটি অনেক সমস্যা দূর করতে সাহায্য করে। - মানিপ্ল্যান্ট গাছ –
শোওয়ার ঘরে মানিপ্লান্ট গাছ রাখা অত্যন্ত শুভ। এই গাছ বিছানার কাছে বা ঘরের মধ্যে রাখতে পারেন। এটি আপনার ঘরে রাখলে আপনার ঘরে সৌন্দর্য বাড়বে। এমনকি এটি আপনি ঘরের বারান্দাতেও রাখতে পারেন। এতে আপনার সম্পদ হু হু করে বাড়তে থাকবে। - স্নেক প্ল্যান্ট –
স্নেক প্ল্যান্ট গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গাছ বাড়িতে রাখলে আর্থিকদিকে খুব লাভ হবে। এটি শোওয়ার ঘরে রাখলে আপনার উপর শুভ প্রভাব পড়বে। দূর হবে নেতিবাচক শক্তি। এমনকি আপনারা বিশুদ্ধ বাতাস পাবেন। আপনারা পরিবারের সকলের সঙ্গেই ভালো থাকতে পারবেন। আপনি কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। এই সব গাছগুলো কিন্তু প্রচুর কার্বন শোষণ করে। ফলে ঘরের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখবে।