আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়া। সেই তিথি হিন্দু ধর্মের কাছে খুবই পবিত্র। ওই দিন বিয়ে, বাগদান কিংবা গৃহপ্রবেশ করা, বাড়ি, গাড়ি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই অক্ষয় তৃতীয়ার দিন কেনাকাটা ছাড়াও আপনি এই কাজগুলি করতে পারেন। এতে আপনার আর্থিক দিকে যথেষ্ট লাভ হবে। জানেন কী কী করবেন আপনি। কথিত আছে, এই দিন থেকেই শুরু হয়েছিল ক্রেতা যুগ। আর এইদিন দেবী লক্ষ্মীর পুজো করলে জীবনে সফলতা লেগেই থাকে। অক্ষয় তৃতীয়া অত্যন্ত বিশেষ একটি দিন। এদিন যেকোনও শুভ কাজে দ্বিগুণ ফল পাওয়া যায়। তবে শুভ ফলই পাওয়া যায়। অক্ষয় তৃতীয়ায় নানান রকম যোগ তৈরি হচ্ছে। আর এই তিথিকে চিরঞ্জীবী তিথিও বলা হয়।
- অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা অত্যন্ত শুভ। এতে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। তবে সোনার দাম যেভাবে বাড়ছে, তাতে অনেকেই কিন্তু এই বিশেষ জিনিস সোনার উপর গয়না কিনতে পারেন না। তাই এদিনে আপনি কিন্তু বার্লি কিনতে পারেন। এটি অত্যন্ত শুভ। কথিত আছে, এই দিন এটি কিনলে আপনার আর্থিক দিকে লাভ হবে।
- এই বিশেষ দিনে আপনি একটি গোটা নারকেল বাড়িতে কিনে নিয়ে আসুন এবং সেই নারকেল আপনি দেবী লক্ষ্মীর পায়ের সামনে রেখে দিন। এতে আপনার জীবনে যে অর্থসঙ্কট ছিল, তা কাটিয়ে উঠতে পারবেন। জীবনে কোনও চাপের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে না। বাবা-মায়ের সঙ্গেও সুখে শান্তিতে থাকতে পারবেন। আপনি মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। চাকরি থেকে ব্যবসায় এগিয়ে যেতে পারবেন।
- অক্ষয় তৃতীয়ার দিন একটি লাল কাপড়ে ৯ টা ১১ টা কিংবা ১৩ টা কড়ি আপনি পুজো স্থানে রেখে দিন। মনে করা হয়েছে, এতে দেবীর বিশেষ কৃপা থাকবে। তবে এটি যেন অন্য কেউ না স্পর্শ করে সেদিকে লক্ষ্য রাখবেন। পুজোর শেষে আপনি কিন্তু এটি আপনার আলমারিতে অর্থাৎ যে স্থানে আপনি টাকা রাখেন সেখানে আপনি এটি রাখতে পারেন।
- অক্ষয় তৃতীয়ার দিন কেনাকাটা অত্যন্ত শুভ। তাই ভগবান বিষ্ণু, মা লক্ষ্মীর জিনিস সম্পর্কিত কোনও জিনিস কিনলে আপনার জন্য অত্যন্ত শুভ হবে।
- অক্ষয় তৃতীয়ায় আপনি আপনার মনের ইচ্ছা পূরণ করতে, আপনি গণেশ ঠাকুরের আসনের তলায় লাল কাপড়ে একটি পান ও সুপারি বেঁধে রেখে দিন। এতে আপনার আর্থিকদিকে লাভ হবে।
- আপনি যদি ঠাকুরের আসন কেনেন তাহলে কিন্তু দেবতাদের বিশেষ কৃপা পাবেন। এতে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। ভগবানের বিশেষ কৃপা পাবেন। নতুন সম্পত্তির মালিক হবেন আপনি। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। কথিত আছে, এই বিশেষ দিনে এগুলি কিনলে জীবনে সাফল্য লেগেই থাকবে।