আজ, বুধবার অক্ষয় তৃতীয়া। হিন্দু ধর্মের কাছে এই দিনটি খুবই শুভ। এই বিশেষ দিনে শুভ কাজ করলে শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয়। তাছাড়া ওই দিন দেবী লক্ষ্মী, কুবের, গণেশজির পুজো করা হয়। এদিন সোনা কেনা, দারিদ্র ব্যক্তিদের দান করলে জীবনে সফলতা লেগেই থাকে। ভারতীয় জ্যোতিষ বলছে, আজ সন্ধ্যার সময় বাড়িতে প্রদীপ জ্বালানো খুবই শুভ। বাড়িতে কোথায় কোথায় প্রদীপ জ্বালাবেন তা নিয়ে কিছু নির্দেশিকা আছে জ্যোতিষের।
- তুলসী মঞ্চ
প্রত্যেকটি বাড়িতেই তুলসী মঞ্চ থাকে। তাই তুলসী গাছ অত্যন্ত পবিত্র। তুলসী গাছের সঙ্গে দেবী লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে বলেই মনে করা হয়। আপনি তুলসী গাছের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। এটি অত্যন্ত শুভ। এতে দেবী লক্ষ্মী খুব খুশি হন। এতে সুখ, সমৃদ্ধি বাড়তে থাকে। - প্রধান দরজা
বাড়ির প্রধান দরজার সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। বিশ্বাস করা হয়, তাহলে এই বিশেষ দিনে রাতে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করবেন। জীবনে আপনার সুখ-সমৃদ্ধি বাড়বে। আর্থিকসঙ্কট জীবন থেকে চলে যাবে। কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। - বাড়ির উত্তরদিক
বাড়ির উত্তরদিকে প্রদীপ জ্বালান। বাড়ির উত্তর দিক হল ভগবান কুবের ও দেবী লক্ষ্মীর দিক বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ায় উত্তর দিকে প্রদীপ জ্বালালে ঘরের সুখ, সমৃদ্ধি বাড়বে। বাড়িতে মাতা লক্ষ্মীর আগমন ঘটবে। - বাড়ির ছাদ
অক্ষয় তৃতীয়ার দিন রাতে বাড়ির ছাদে প্রদীপ জ্বালাবেন। এতে দেব দেবীর বিশেষ কৃপা পাবেন। শুধু তাই নয়, আপনার বাড়িতে নেতিবাচক শক্তি দূর হবে। প্রবেশ করবে ইতিবাচক শক্তি। আর আপনার জীবনে সুখ, সমৃদ্ধি লেগে থাকবে। - ঠাকুর ঘর
এদিন ঠাকুর ঘরে অবশ্যই প্রদীপ জ্বালাবেন। এদিন যদিও আপনার বাড়ির খুব কাছাকাছি কোনও মন্দির থাকে সেখানে গিয়েও একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসুন। এতে আপনার ভগবানের বিশেষ কৃপা পাবেন। দেবী লক্ষ্মীরও আশীর্বাদ পাবেন। আর্থিকদিকে লাভ হবে, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি।