ভারতীয় বাস্তুশাস্ত্র মনে করে নানা কারণে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রাধান্য পেলে বাড়ির সুখ ও শান্তি বিঘ্নিত হয়। তখন বাস্তু টিপস মেনে সেই নেগেটিভ এনার্জিকে দূর করে পজিটিভ এনার্জি আনতে হয়। বাস্তু শাস্ত্রে আর্থিক অবস্থা উন্নতির জন্য নানা উপায় বলা রয়েছে। যেমন ঘরের রঙ কেমন হবে, ঠাকুরঘর বাড়ির কোন স্থানে থাকবে, বাড়িতে কোন কোন গাছ লাগালে সমৃদ্ধি আসবে ইত্যাদি। কিন্তু জানেন কি মোমবাতিও আপনার জীবনে অর্থের বৃষ্টি করতে পারে। হ্যাঁ, ঠিকই পড়লেন। আর্থিক অবস্থা উন্নত করতে পারে মোমবাতি। মোমবাতি জ্বালালে বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চার বৃদ্ধি পায়। মোমবাতি জ্বালালে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। কিন্তু মোমবাতি জ্বালানোরও বেশ কিছু পদ্ধতি বা নিয়ম আছে। সঠিক নিয়ম মেনে মোমবাতি জ্বালালে জীবন থেকে আর্থিক কষ্ট দূর হতে পারে।
বাস্তু শাস্ত্র অনুসারে, বাড়ির দক্ষিণ দিকে মোমবাতি জ্বালালে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। অবশ্যই লাল রঙের মোমবাতি জ্বালাবেন। এতে পরিবারের মঙ্গল হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধির আগমন হয়। সংসারে বিবাদ, অশান্তি লেগে রয়েছে? এই ধরনের বিষয় তখনই ঘটে যখন বাড়ির মধ্যে নেতিবাচক শক্তি বাস করে। এই ক্ষেত্রেও মোমবাতি খুবই সহায়ক। বাস্তু শাস্ত্রের মতে, মোমবাতি জ্বালালে বাড়ির মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। এর জন্য আপনাকে বাড়ির দক্ষিণ-পশ্চিম অর্থাৎ আগ্নেয় কোণে মোমবাতি জ্বালাতে হবে। হলুদ কিংবা গোলাপি রঙের মোমবাতি ব্যবহার করুন। এই রঙ শুভ। এতে পরিবারের সকল সদস্যদের মধ্যে ভালবাসা গড়ে ওঠে।