ভারতীয় জ্যোতিষে গ্রহর অবস্থানের গুরুত্ব আপরিসীম। সেই গ্রহর অবস্থানের উপরেই নির্ভর করে অনেকের ভাগ্যের দরজা খুলে যায়। চলতি বছর মৌনী অমাবস্যার দিন তৈরি হবে ‘ত্রিবেণী যোগ’। ৫০ বছর পর এদিন তৈরি হচ্ছে এই যোগ। এই সময়ে মকর রাশিতে থাকবে সূর্য। থাকবে চন্দ্র ও বুধ গ্রহ। যার কারণে তৈরি হবে ত্রিগ্রহী ও ত্রিবেণী যোগ তৈরি হবে। এই ত্রিবেণী যোগের প্রভাবে কিছু জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি নিশ্চিত, জানুন সেই রাশি তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।
- বৃষ রাশি-
বৃষ রাশির ব্যক্তিদের উপর ত্রিবেণী যোগের শুভ প্রভাব পড়বে। এই সময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। কর্মক্ষেত্রে খুব সফলতা অর্জন করতে পারবেন। অর্থপ্রাপ্তি নিশ্চিত। মনের ইচ্ছা পূরণ হবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে।
- মকর রাশি-
মকর রাশির জাতক জাতিকাদের ওপর যোগের অত্যন্ত ভালো হবে। এসময়ে আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে। সোনা ব্যবসায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। মনের মানুষের সঙ্গে দেখা হবে।
- তুলা রাশি-
তুলা রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনার রাশির চতুর্থ ঘরে তৈরি হবে এই যোগ। এই সময়ে নতুন যানবাহন, সম্পত্তি কিনতে পারেন। বিলাসবহুলভাবে জীবন কাটাতে পারবেন। কর্মক্ষেত্রে আপনি খুব লাভ করতে পারবেন। তাছাড়া আপনার মা-বাবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকে। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন আপনি।