www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 20, 2025 4:02 am

টাকা পয়সা রাখার জন্য আমরা সকলেই মানিপার্স ব্যবহার করি।

টাকা পয়সা রাখার জন্য আমরা সকলেই মানিপার্স ব্যবহার করি। অনেকের দেখা যায়, পার্সে টাকার থেকেও অন্যান্য কাগজপত্র বেশি। কিন্তু বাস্তু শাস্ত্র বলছে মানিপার্সে সব কাগজ রাখা উচিত নয়। আবার এমন কিছু জিনিস আছে সেগুলি পার্সে রাখলে আপনার আর্থিক সঙ্কট জীবনে লেগেই থাকবে। কি কি মানিপার্সে রাখা উচিত না?

  • ছেঁড়া বা ফাটা টাকা রাখবেন না – পার্সে ছেঁড়া বা ফাটা টাকা রাখবেন না। এটি খুব অশুভ বলে মনে করা হয়। এতে আপনার আর্থিক সঙ্কট জীবনে বাড়তে থাকবে। এমনকি এই ছেঁড়া নোট যদি আপনি বহুদিন ধরে পার্সে রেখে দেন, তাহলেও কিন্তু আপনার আর্থিক সঙ্কট জীবনে লেগে থাকবে। কোনওদিনও অর্থ ধরে রাখতে পারবেন না।
  • পুরনো বিল কিংবা অদরকারি কাগজ রাখবেন না – বাস্তুশাস্ত্রে বলা হয়, পার্সে কখনও পুরনো বিল কিংবা অদরকারি কোনও কাগজ রাখবেন না। আর এই অভ্যাস কিন্তু অনেকেরই থাকে। এটি রাখলে আপনার জীবনে নেতিবাচক শক্তি ঘিরে ধরবে এবং আর্থিক সঙ্কটে আপনি জর্জরিত হয়ে পড়বেন। তাই আগেই সরিয়ে ফেলুন।
  • মৃত ব্যক্তির ছবি রাখবেন না –
    জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, পার্সে অনেকেই তাদের পছন্দের মানুষের ছবি রেখে দেন। তবে পূর্বপুরুষের ছবি রাখা একদমই উচিত নয় অর্থাৎ মৃত ব্যক্তির ফটো একদমই পার্সে রাখবেন না। এতে আপনার অর্থের ক্ষতি হতে পারে।
  • এই পার্সে দেবদেবীর ছবি রাখবেন না – চামড়ার পাশে দেবদেবীর ছবি রাখলে আর্থিক ক্ষতি হয় । এমনকি আয় কমতে থাকে। তাই চামড়ার পার্স একদমই ব্যবহার করবেন না। যদিও বা আপনি এই পার্স ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি দেবদেবীর ছবি রাখবেন না।
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *