মানুষ এখন অনেক পরিবেশ সচেতন। কিন্তু মানুষকে আরও পরিবেশ সচেতন হতে হবে। আর সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে মানুষ কত ভাবেই না প্রচার করছে। কেউ সাইকেল নিয়ে বিভিন্ন বার্তা দিতে দেশের এদিক ওদিক পৌঁছচ্ছেন, কেউ আবার পাহাড়ে উঠে বা ট্রেক করে পৃথিবী রক্ষার বার্তা দিচ্ছেন। এক্ষেত্রে অবশ্য একটু আলাদা। কানাডা থেকে পায়ে হেঁটে লস এঞ্চেলেস পৌঁছানোর উদ্দেশে রওনা দিয়েছেন যুবক। পরিবেশ বাঁচানোর বার্তা ছড়িয়ে দেওয়া তাঁর লক্ষ্য। কিন্তু সঙ্গে আর এক লক্ষ্য রয়েছে, সাধারণভাবে বাঁচা।
সাধারণভাবে, অর্থ ছাড়া বাঁচতে চান তিনি। ১৬ জানুয়ারি অর্থাৎ নতুন বছরে পৌঁছবেন গন্তব্যে। এখনও বাকি অনেকটা পথ হাঁটা। নিজে হাঁটছেন, তাঁর সঙ্গে হেঁটে দেখার আহ্বানও জানিয়েছেন। রবিন গ্রিনফিল্ড নামের একটি প্রোফাইল থেকে সম্প্রতি এটি শেয়ার করা হয়। রবিনই এই উদ্যোগ নিয়ে হাঁটা শুরু করেন। ছবিতে দেখা যায়, তিনি সামনে একটি কার্ট নিয়ে হাঁটছেন। তাতে লেখা ওয়াকিং কানাডা টু লস এঞ্জেলেস।