আমাদের সাধারণ একটা ধারণা আছে পূর্ব বা দক্ষিণমুখী বাড়ি খুব শুভ। তবে উত্তরমুখীও চলতে পারে কিন্তু পশ্চিমমুখী কখনো না। বাস্তু ও জ্যোতিষ একে কিছুটা সমর্থন করে ঠিকি কিন্তু পশ্চিমমুখী বাড়িও শুভ হতে পারে বস্তুর পরামর্শ নিয়ে। যদি আপনার বাড়িটি পশ্চিমমুখী হয় তাহলে আপনি এই টিপসগুলি মানতে পারেন। এতে আপনার জীবনে সফলতা আসবে। কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না।
- মূল দরজা কোন দিকে করবেন – আপনার বাড়ির প্রবেশদ্বার যেন পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে হয়। দক্ষিণ-পশ্চিম দিকে কখনোই আপনার বাড়ির প্রবেশদ্বার করবেন না, এতে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করবে । জীবনে আসবে নানান সমস্যা।
- গাছপালা লাগান –
মূল প্রবেশদ্বারের সামনে গাছপালা লাগাতে পারেন। এতে আপনার ঘর ঠান্ডা থাকবে। সেই সঙ্গে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন আপনি। বাড়িতে অশান্তির পরিবেশ থাকলে তাও দূর হবে আপনার। - জানলা রাখুন –
পশ্চিম দিকে আপনার যদি কোনও জালনা থাকে, সেদিকে আপনি সেই জানলার উপরে যেন কিছু দিয়ে আঁকা থাকে। এমন ভাবে জানলা করুন। যদি কোনও নকশা আঁকা থাকে তা আপনার বাড়ির জন্যই অত্যন্ত শুভ হবে। - শোওয়ার ঘর করুন
শোওয়ার ঘর সবসময় দক্ষিণ-পশ্চিম দিকে করবেন। এদিকে আয়না রাখবেন না। আয়না রাখা এদিকে খুব অশুভ বলে মনে করা হয়। পূর্ব বা দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমোনো অত্যন্ত শুভ। তাই এদিকে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করুন।
- রান্নাঘর এদিকে করুন –
বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয়, পশ্চিমমুখী বাড়ি করলে রান্নাঘর কিন্তু অবশ্যই দক্ষিণ-পূর্ব দিকে করা উচিত। দক্ষিণ, পশ্চিমদিকে রান্নাঘর একদমই করবেন না। ডাইনিং রুম পশ্চিম দিকে রাখবেন। পূর্ব দিকে মুখ করে খাবার খাবেন। তবেই আপনার শরীর সুস্থ থাকবে।