সিঙ্গাপুরের এয়ারলাইন্সের চাঙ্গি বিমানবন্দরে। জানা হচ্ছে, বিমানযাত্রা কালে মাঝআকাশে বিমানসেবিকাকে শৌচালয়ে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে ভারতীয় বংশোভূত তরুণের বিরুদ্ধে। তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আগামী ১৪ মে তাঁকে দোষী সাব্যস্ত করা হবে বলে খবর। ২৮ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছে। সূত্র মাধ্যমে জানা যাচ্ছে, ওই দিন এক বিমানসেবিকা মহিলাযাত্রীকে শৌচালয়ে যেতে সাহায্য করেন। শৌচাগারের সামনেই ছিলেন তিনি। মহিলা বেরিয়ে আসার পর একটি টিস্যু পেপার দেখতে পান সেবিকা। তিনি তা তুলতে নিচু হন। অভিযোগ, সেই সময় ভারতীয় বিমানযাত্রী রজত (পুরো নাম জানা যায়নি) বিমানসেবিকাকে ধাক্কা মেরে শৌচাগারে ঢুকিয়ে দেন। তারপর তিনিও সেখানে প্রবেশ করেন।
শৌচাগারে যাওয়া বিমানযাত্রী ঘটনাটি দেখতে পেরে, বাকি কর্মীদের বিষয়টি জানান। নির্যাতিতাকে বাথরুম থেকে টেনে বার করা হয়। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। বিমানসেবিকা তরুণের নামে অভিযোগ দায়ের করেন। গ্রেপ্তার করা হয় রজতকে। জানা গিয়েছে, তদন্তের পর সোমবার রজতের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে। ১৪ মে রজতের দোষী কি না, তা জানাবে আদালত। যদি ভারতীয় তরুণ দোষী প্রমাণিত হয়, তাহলে তিনবছরের সাজা-সহ জরিমানা হতে পারে।